মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

শিরোনাম

সাইফের উপর হামলাকারী ম্যানগ্রোভ জঙ্গল থেকে আটক

রবিবার, জানুয়ারী ১৯, ২০২৫

প্রিন্ট করুন

মহারাষ্ট্র, ভারত: বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে ছুরিকাঘাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

রোববার (১৯ জানুয়ারি) মহারাষ্ট্র রাজ্যের থান জেলার কাছে অবস্থিত একটি ম্যানগ্রোভ জঙ্গল থেকে আটক করা হয় সেই ব্যক্তিকে। রোববারই তাকে পেশ করা হল বান্দ্রা কোর্টে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ (৩০)।

জানা গেছে, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন এবং গত কয়েক মাস ধরে মুম্বাইয়ে বসবাস করছিলেন। যিনি বাংলাদেশের নাগরিক বলে মুম্বাই পুলিশের সন্দেহ।

এদিকে, রোববার শরিফুলকে খার থানা থেকে বান্দ্রা কোর্টে পেশ করা হয়েছে। যে ছবি প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গেছে হামলাকারীর পরনে নীল শার্ট, প্যান্ট। তাকে ঘিরে রেখেছে পুলিশ। মুখ কালো কাপড় ঢাকা।

পুলিশের তরফে জানানো হয়েছে যে, ব্যক্তিকে আটক করা হয়েছে, সেই ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে। জানিয়েছে, মাত্র ৮ মাস আগেই তিনি বাংলাদেশ থেকে কলকাতায় আসেন। এরপর সে মুম্বাইয়ের কথা শুনে এখানে এসে কাজ শুরু করে পরিচারক হিসেবে। এক এজেন্সির তরফে কোন যাচাই না করেই তাকে কাজে রাখ হয়। পুলিশের তরফে সেই এজেন্সির উর্ধতন কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তবে জিজ্ঞাসাবাদে সেই ব্যক্তি এও জানিয়েছে যে সে জানত না ওই বাড়িতে সইফ আলী খান থাকেন। তাকে বলা হয়েছিল এই এলাকায় খালি বড়লোকেরা থাকেন।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন