তোমার জন্য জন্মাবধি
এক জন্ম ধরে অপেক্ষা করে আছি
তোমায় একবার দেখবো বলে
তোমার হাতের নরম স্পর্শ, তোমার মুখে অস্ফুট আমার নাম
শব্দের উচ্চারণ
বড় বেশি চাইছি
একটি বার।
তোমার কাঁধ অবধি নেমে আসা চুল
বেশি কিছু চেয়ে করেছি কি ভুল?
আমার এক জনম অপেক্ষার কাছে এসব চাওয়া কি সত্যি খুব বেশি?
তোমার চুলের ছোঁয়া আঙুলে মাখবো বলে আমি স্পর্শ করিনি কোন কাশফুল।
তোমায় শুনবো বলে শুনিনি কোন কবিতার উজল পংক্তিমালা।
তোমার কোমল ছোঁয়ার কাছে ম্লান
যেন তুলোর নীরবতা।
অতঃপর ছন্দে ছন্দে একে চলি তোমার মুখশ্রী, তোমার অবয়ব
তুমি আমার
কী সহজ করে নিয়েছি এ মহার্ঘ সত্য!
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন