মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্ট্রে এবার উড্ডয়নের সময় বিমানে আগুন

সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২৫

প্রিন্ট করুন
প্রতিবেশী উজবেকিস্তানে আফগান বিমান বিধ্বস্ত 1

সিএন প্রতিবেদন: মার্কিন যুক্তরাষ্ট্রে এবার উড্ডয়নের সময় বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমানটিতে আগুন লাগে। বিমানটিতে ১০৪ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন।

জানা যায়, দুর্ঘটনা কবলিত ইউনাটেড এয়ারলাইন্সের বিমানটি হিউস্টন থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রার কথা ছিল। বিমানটি উড্ডয়নের সময় একটি পাখা থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে বিমানের যাত্রা স্থগিত করে যাত্রীদের বের করে আনা হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানের ভেতরে যাত্রীরা আতংকিত হয়ে পড়েন। তবে হিউস্টন ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের সময় যাত্রীদের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, ভেতরে যাত্রীরা আতংকিত হয়ে চিৎকার শুরু করেছেন। এ সময় নিজেকে বের করে নেওয়ার জন্য এক যাত্রী আর্তনাদ করতে থাকেন।

এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার নর্থইস্ট এলাকায় একটি মেডিকেল বিমান দুর্ঘটনায় পড়ে। উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। এর ফলে আশপাশের কয়েকটি বাড়ি-ঘর ও গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। বিমানটি নর্থইস্ট ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে মিসৌরির দিকে রওনা হয়েছিল।

তার আগে গত ২৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে একটি আমেরিকান এয়ারলাইনস জেট ও একটি সেনাবাহিনীর হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিমানের সকলে নিহত হন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন