মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন ৫০ লাখ ভোটার

মঙ্গলবার, ফেব্রুয়ারী ৪, ২০২৫

প্রিন্ট করুন
৩০০ ভোটে হেরে যাওয়া প্রার্থীর ৫২৭ সিল মারা ব্যালট উদ্ধার 1

সিএন প্রতিবেদন: বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়া ও নতুন ভোটারযোগ্য ব্যক্তি মিলিয়ে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন তালিকাভুক্ত হচ্ছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছিল ইসি। গতকাল সোমবার তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। মঙ্গলবার হালনাগাদ কার্যক্রমের সংগৃহীত প্রাথমিক তথ্য নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সচিব। তিনি বলেন, এই সংখ্যা চূড়ান্ত নয়। এটি আরও বাড়তে পারে।

ইসি সচিব বলেন, ‘হালনাগাদ কার্যক্রমে ১৫ লাখ ২৩ হাজার মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া হবে।’

আখতার আহমেদ বলেন, ‘চলতি বছর ৬১ লাখ নতুন ভোটার নিবন্ধনের লক্ষ্য ছিল। এবার ভোটার বৃদ্ধির হার ৩ দশমিক ৯ শতাংশ। এর মধ্যে বাদ পড়া ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ৪৪ শতাংশ আর নতুন ভোটারযোগ্য হয়েছেন এমন নিবন্ধনের হার ১ দশমিক ৪৫ শতাংশ।’

আগামী ১৭ এপ্রিল পর্যন্ত ভোটার নিবন্ধনের কাজ চলবে। যেকোনো সময় অনলাইনে আবেদন করে ভোটার হওয়ার সুযোগ রয়েছে বলে জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন