মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

নেটফ্লিক্সে আসছে আরিয়ানের ছয় পর্বের ওয়েব সিরিজ, চমক দেখাবেন শাহরুখ

মঙ্গলবার, ফেব্রুয়ারী ৪, ২০২৫

প্রিন্ট করুন

বিনোদন ডেস্ক: নেটফ্লিক্সের ‘নেক্সট অন নেটফ্লিক্স’ শিরোনামের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খানের পুরো পরিবার। সেই প্রোগ্রামেই জানা গেল নতুন খবর। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের প্রথম সিরিজ আসতে চলেছে চলতি বছর।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ২০২৫ সালের নতুন কাজের তালিকা প্রকাশ করে ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্স। আর এই তালিকায় নাম রয়েছে আরিয়ান খানের নতুন সিরিজের। ‘দ্য বাডস অব বলিউড’-এর প্রযোজনা করেছে রেড চিলিজ প্রোডাকশন।

ছেলের নতুন এই সিরিজে শাহরুখ খানই অভিনেতা, তিনিই প্রযোজক। ছেলের প্রথম কাজে চাপ ছিল কতটা, প্রশ্ন আসতেই মজার ছলে জবাব দিলেন কিং খান।

শাহরুখ খান বলেন, ‘অন্য সবাই কাজ করে, আমি নামেই প্রযোজক। প্রযোজক, পরিচালক, লেখক হয়ে পোষাবেনা আমার। আমি একজন পরিশ্রমী তারকা। আমি পর্দায় এলে পেছনে মিউজিক বাজে। প্রযোজকদের সঙ্গে এসব কিছুই হয় না।’

শাহরুখের মুখে এই কথা শুনে হাততালিতে ফেটে পড়েন দর্শকগ্যালারিতে থাকা সবাই।

স্টাইলিংয়ে সব সময় অনবদ্য শাহরুখ খান। এ দিন তাকে দেখা গেছে চুল ঝুটি বাঁধা, চোখে কালো সানগ্লাস, ছিল কালো রঙের পোশাক। ২০২৪ সালে কোনো ছবি আসেনি শাহরুখের। তবে ২০২৩ সালে ধামাকা দিয়েছিলেন জাওয়ান, পাঠান, আর ডাঙ্কি দিয়ে।

তবে এ বছর নেটফ্লিক্সের এই সিরিজ ছাড়াও, শাহরুখকে দেখা যাবে কিং-এ।

জানা গেছে, ৬ পর্বের এই সিরিজে সালমান খান, শাহরুখ, রণবীর কাপুর, বাদশা ও ববি দেওলের ক্যামিও দেখা যাবে। আরিয়ান গত বছরের মে মাসে তার সিরিজের শুটিং শেষ করেছেন। 

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন