মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

ব্রঙ্কসে বাংলাদেশী মালিকানাধীন ক্যালেকা’স অটো রিপেয়ার অ্যান্ড বডি শপে নাইট শিফট চালু

মঙ্গলবার, ফেব্রুয়ারী ৪, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রঙ্কস এক্সপ্রেসওয়ে এলাকার ক্যালেকা’স অটো রিপেয়ার অ্যান্ড বডি শপে নিয়মিত ডে শিফটের পাশাপাশি নাইট শিফট চালু হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশী-আমেরিকান ব্যবসায়ী ও কার স্পেশালিস্ট জুলফিজার আকতার জুয়েলের মালিকানাধীন এ অটো রিপেয়ার কারখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কামনা জানাতে উপস্থিত হন নিউইয়র্কের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

শপের কর্ণধার জুলফিজার আকতার জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। এ সময় দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়।

বক্তব্য দেন রাজনীতিবিদন মোহাম্মদ এন মজুমদার, কমিউনিটি এক্টিভিস্ট শেখ জামাল হুসেন, আব্দুর রহিম, নুরুল ইসলাম মিলন।

জুলফিজার আকতার জুয়েল বলেন, ‘প্রবাসী বাংলাদেশীসহ সকলকে উন্নতমানের সেবা প্রদানের লক্ষে ব্রঙ্কসের অন্যতম বৃহৎ অটো রিপেয়ার কারখানাটি গড়ে তুলতে পেরে আল্লার নিকট শুকরিয়া আদায় করছি।’

তিনি আরো বলেন, ‘দীর্ঘ দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আধুনিকতার ছোয়ায় প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।’

জুয়েল জানান, তারা সব ধরনের দেশীয় ও আমদানীকৃত গাড়ী, ছোট ট্রাক ও ভ্যান রিপেয়ারের কাজ করেন। কম্পিউটার ডাইগনোস্টিক সার্ভিসসহ সব ধরনের কার সার্ভিসিং ও বডিশপের ব্যবস্থা রয়েছে এখানে। তাদের সেবার মধ্যে রয়েছে ব্রেক চেঞ্জ, ওয়েল চেঞ্জ অ্যান্ড লুব, মেইনটেনেন্স, সার্ভিস অ্যান্ড রিপেয়ার. টাইমিং বেল্ট, টোইং সার্ভিস, মাফলার অ্যান্ড এক্সাস্ট, ট্রান্সমিশান রিপেয়ার. চেক ইঞ্জিন লাইট, এসি/হিটিং, ইলেকট্রিক্যাল, ইঞ্জিন চেঞ্জ ইত্যাদি।

জুলফিজার আকতার জুয়েল জানান, একই ছাদের নীচে তাদের এখানে অনেক সেবার ব্যবস্থা রয়েছে। তারা সব ধরনের দেশীয় ও আমদানীকৃত গাড়ী ক্রয়-বিক্রি ও ভাড়া দিয়ে থাকেন। তাদের এখান থেকে ব্রোকারেজ, টিএলসি ইন্স্যুরেন্স সেবা দেয়া হয়। উবার, লিফট, ভায়া ও অন্যান্য বেস সুবিধাও রয়েছে।

তিনি বলেন, ‘শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, সেবার মানসিকতা নিয়েই কাজ করছেন তারা। কমিউনিটিকে সাশ্রয়ী মূল্যে উন্নত সেবা প্রদান তাদের লক্ষ।’

তিনি জানান, যে কোন মডেলের ব্র্যান্ড নিউ গাড়ি সার্ভিসিংয়ে ডিলারের চাইতেও সাশ্রয়ী সেবা প্রদানে বদ্ধপরিকর তারা। পূর্বে সপ্তাহের সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত খোলা ছিল। বর্তমানে গ্রাহকদের সুবিধার্থে সপ্তাহের সাত দিনই সকাল আটটা থেকে ভোর চারটা পর্যন্ত খোলা থাকছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘নিউইয়র্কে অটো রিপেয়ার ব্যবসায়ী হিসেবে জুয়েল এ সেক্টরে ইতোমধ্যে অনেক সুনাম অর্জন করেছেন। ব্রঙ্কসের প্রাণকেন্দ্র এ ধরনের আধুনিকমানের অটো রিপেয়ার শপ গড়ে ওঠায় হাতের নাগালেই সাশ্রয়ী মূল্যে তারা সেরে নিতে পারবেন গাড়ীর প্রয়োজনীয় সব কাজ।’

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন