নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘বিশ্ব হিজাব দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কুইন্স বরো হলের সামনে সমাবেশ করেছে সেফেস্ট নামের সংগঠন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নারী নেত্রী মাজেদা-এ-উদ্দিনের পরিচালনায় মূলধারার রাজনীতিবিদসহ বিভিন্ন কমিউনিটির নেতা সমাবেশে বক্তব্য দেন।
হিজাবধারী নারীসহ রাজনীতিবিদ, কমিউনিটির নেতৃবৃন্দ সমাবেশে যোগ দেন। সমাবেশে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) পক্ষ থেকে নারীদের মাঝে হিজাব বিতরণ করা হয়।
সামেবেশে মাজেদা-এ-উদ্দিন বলেন, ‘কয়েক বছর আগে নাজমা খান নামের বাংলাদেশী এক ছাত্রী জ্যামাইকায় আক্রন্ত হন। বাংলাদেশি পোশাকে তিনি পথ পাড়ি দিচ্ছিলেন বলেই বিদ্বেষমূলক আচরণের কবলে পড়েন। সেই ঘটনার প্রতিবাদ, নিন্দা ও সর্বসাধারণকে সচেতন করার লক্ষ্যে প্রতি বারের ন্যায় এবারও দিবসটি উদযাপিত হয়। কারণ এখনও ধর্মীয় পোশাক, জাতিগত কারণে বৈষম্যের ঘটনা অব্যাহত রয়েছে ‘
বিগত কয়েক বছর থেকে নিউইয়র্ক সিটিতে এ দিবসটি পালিত হচ্ছে নানা কর্মসূচির মধ্য দিয়ে। নাজমা খানই হচ্ছেন এই কর্মসূচির উদ্যোক্তা। তিনি হিজাব বিরোধী মনোভাব পরিহারের, ধর্ম ও জাতিগত বিদ্বেষমূলক কর্মকান্ডের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মাজেদা উদ্দিন আরও বলেন, ‘আমরা নিউইয়র্ক স্টেট পার্লামেন্টে ‘ওয়ার্ল্ড হিজাব ডে’র দাবি জানিয়েছিলাম। ২০১৬ সালে সে বিল উঠিয়েছিলেন স্টেট সিনেটর রোকসানা জে পারসুয়াদ। সেটি পাশ হয়েছে ‘জাতীয় সিলেব্রেশন ডে’ হচ্ছে ‘ওয়ার্ল্ড হিজাব ডে’ শিরোনামে।
তিনি বলেন, ‘হিজাব ইজ মাই ফ্রিডম’, ‘হিজাব ইজ মাই চয়েস’।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন