বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

না ফেরার দেশে চবি অধ্যাপক সালামত উল্লাহ

বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক এস. এম. সালামত উল্লাহ ভূইয়া স্যার আমাদের মাঝে আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ আসর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

অধ্যাপক সালামত উল্ল্যাহ ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ছিলেন। তিনি শাহজালাল হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেছেন। শিক্ষক সমিতিরও নেতৃত্ব দেওয়া অধ্যাপক সালামত উল্লাহ এ জনপদের আধুনিক মার্কেটিং শিক্ষার প্রসারের পথে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন