নিউইয়র্ক: ২০০৮ সালের ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা দিয়ে পরিচিতি পেয়েছিলেন জামালপুরের কন্যা গায়িকা নীলিমার শশী। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানেই গানের রেকর্ডিং, স্টেজ শো ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন নিয়মিত। তবে ‘স্টেজ শো’র উপরই বেশি জোর দিচ্ছেন তিনি।
নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে রোববার (২৪ অক্টোবর) রাতে অনুষ্ঠিত হয়ে গেলে শশীর একক লাইভ কনসার্ট। ‘পিজি কেয়ার প্রো’ এ কনসার্টের আয়োজন করে।
দেশাত্ববোধক, আধুনিক, রবীন্দ্র সঙ্গীত, বাংলা ছায়াছবির পুরানো গান দিয়ে কনসার্ট সাজান ক্লোজআপ ওয়ান তারকা শশী। দেশাত্ববোধক গান ‘সব কটা জানালা খুলে দাও না’ দিয়ে কনসার্টের সূচনা করেন এ গায়িকা। এরপর একে একে গেয়ে শোনান ‘আমি কি তোমার মত এত ভালবাসতে পারি’, ‘তুমি আমায় ডেকেছিলে এক মেঘে ঢাকা দিনে,’ ‘তুমি যাকে ভালবাস’ এর মত গান। গেয়ে শোনান রবীন্দ্র সংঙ্গীত ‘মম জীবন যৌবন’সহ ২০-২৫টি গান।
এ সময় দর্শক সারিতে আমেরিকা প্রবাসী বাঙালি সঙ্গীত শিল্পী, রাজনীতিবিদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
কনসার্টের মিডিয়া পার্টনার ছিল এনটিভি।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন