বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে মুনির ফাউন্ডেশনের উদ্যোগে ‘ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সক্রিয়ভাবে অংশ নেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সমাজসেবা অফিসার লুৎফুন্নেছা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. মো. সাইফুল আলম চৌধুরী। এ ছাড়া, বিভিন্ন স্কুল ও কলেজের প্রিন্সিপালগণ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, স্বাস্থ্যকর জীবনযাত্রা, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত শারীরিক ব্যায়ামের মাধ্যমে ক্যান্সারের ঝুঁকি কমানো সম্ভব।
সেমিনারের পাশাপাশি আয়োজিত সাইকেল র্যালির মাধ্যমে অংশগ্রহণকারীরা শারীরিক ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেন। র্যালিটি সীতাকুণ্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং সাধারণ মানুষের মাঝে ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্যসম্মত জীবনধারার বার্তা পৌঁছে দেয়।
মুনির ফাউন্ডেশন ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় সহায়তার জন্য নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা জনসচেতনতা বৃদ্ধিতে এমন উদ্যোগ অব্যাহত রাখবে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন