চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত মীরসরাইয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বারবিকিউ পার্টি। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এই আয়োজন।
এতে অংশ নেন ছিলেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মীরসরাইয়ের শতাধিক শিক্ষার্থী। সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অনুষ্ঠানের আনন্দ আরও বাড়িয়ে তোলো।
আয়োজকরা জানান, শিক্ষা ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে এ ধরনের মিলনমেলার আয়োজন করা হয়। এবারের আয়োজনে বারবিকিউ ছাড়াও ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, গেমস এবং সৌহার্দ্যপূর্ণ আলোচনা।
সংগঠনের সভাপতি মো. আতিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. জয়নাল বলেন, আমরা শুধু একাডেমিক জীবনেই সীমাবদ্ধ নই, বরং বন্ধন দৃঢ় করতেই এমন আয়োজন। এটি আমাদের বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করবে।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান আনন্দঘন হয়ে ওঠে। উপস্থিত সকলে এমন আয়োজনকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন