নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র:যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হয়েছে সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের অষ্টম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে শনিবার (৮ ফেব্রুয়ারি) জ্যাকসন হাইটসের নবান্ন চাইনিজ পার্টি হলে স্মরণ সভার আয়োজন করে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফায়েল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ ডক্টর দিলীপ নাথ।
সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের সভাপতি রুহেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল, সাংবাদিক সিতাংশু গুহ, কবি ফকির ইলিয়াস, টেক্সাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহিম নেহাল, টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, সাংবাদিক মাহবুব রহমান, পার্ক ভিউ মেডিকেল কলেজের পরিচালক দেবাশীষ দে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, দিলীপ দে, ঝিলাম চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্রের আহ্বায়ক কাজল মাহমুদ, সঙ্গীত শিল্পী বাপ্পি সোম, ফোবানার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম কলিন্স, ফারহানা ইলিয়াস তুলি, গৌতম দে, নুপুর দে, বিজু পুরকায়স্থ, বিপ্লব পাল, অমিত জী বাণিয়া, বাবুল চন্দ, জাকির চৌধুরী, সুমন মাহমুদ, তৌকির হোসেন।
সভায় বক্তারা জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের আদর্শিক রাজনীতিকে অনুসরণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত সারা জীবন সাম্য ও মানবতার জয় গান গেয়েছেন। তিনি কোন দিন আদর্শিক রাজনীতি থেকে বিচ্যুত হননি। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন। বাংলাদেশের আজকের এই ক্রান্তিলগ্নে একজন দেশপ্রেমিক সুরঞ্জিত সেনগুপ্তের খুবই অভাব। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক রাজনীতিবিদদেরকে দিয়ে দেশ পরিচালনা করাতে হবে।’
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন