শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত: উপদেষ্টা আসিফ

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৮, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে মতবিনিময় শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী পলাতক রয়েছেন। তবে কেউ যদি কোনো অন্যায় না করে থাকেন, ক্ষমা চেয়ে স্থানীয় নির্বাচনে অংশ নিতে চান, তাদের বাধা দেওয়া হবে না। তবে গণহত্যায় জড়িতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না।

উপদেষ্টা বলেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নেই। জেলা প্রশাসকেরা দায়িত্ব পালন করছেন। তারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। তারা অতিরিক্ত দায়িত্ব পালন করতে চান না। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে দ্রুত জনপ্রতিনিধি হওয়া উচিত। এ বিষয়ে কথাবার্তা চলছে। নির্বাচন না হলে প্রশাসক বসাতে হবে।

এর আগে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন করার পক্ষে মত দেয় জামায়াত। উপদেষ্টা আসিফ মাহমুদও একই মত দিলেন। যদিও বিএনপি এই প্রস্তাবের বিরোধিতা করে আসছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন