শনিবার, ১৫ মার্চ ২০২৫

শিরোনাম

চাকরিচ্যুত হাজারো কর্মীকে পুনর্বহালে আদেশ মার্কিন আদালতের

শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

প্রিন্ট করুন

গণছাঁটাইয়ে চাকরি হারানো ১৯টি সরকারি সংস্থার হাজারো শিক্ষানবিশ কর্মীকে পুনর্বহালে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনকে নির্দেশ দিয়েছে মার্কিন দুই ফেডারেল আদালত।

বৃহস্পতিবার একইদিনে ক্যালিফোর্নিয়া ও মেরিল্যান্ডের এ দুই আদালতের আদেশ ট্রাম্প ও তার ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের জন্য বড় ধাক্কা হিসেবে আবির্ভূত হল, বলছে বার্তা সংস্থা রয়টার্স।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ট্রাম্প সরকারি ব্যয় কমাতে ও ফেডারেল কর্মীবহর ছোট করে আনতে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) খলে তার দায়িত্বভার দেন ধনকুবের ইলন মাস্ককে।

দেড় মাসেই এই ডিওজিই সরকারি সংস্থাগুলোতে আতঙ্কের সমার্থক হয়ে উঠেছে। তাদের একের পর এক পদক্ষেপে চাকরি গেছে হাজারো কর্মীর।

ডিওজিই-র কোপ মূলত বেশি পড়েছে শিক্ষানবিশ কর্মীদের ওপর, যাদের চাকরির সুরক্ষা এমনিতেই কম।

দ্বিতীয় দফা ছাঁটাই ও বাজেট কমানোর পরিকল্পনা জমা দিতে ট্রাম্প প্রশাসন মার্কিন সরকারি সংস্থাগুলোকে বৃহস্পতিবার পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছিল। সেদিনই দুই ফেডারেল বিচারক চাকরিচ্যুত হাজারো কর্মীকে পুনর্বহালে আদেশ দিলেন।

এর মধ্যে মেরিল্যান্ডের বাল্টিমোরের ডিস্ট্রিক্ট বিচারক জেমস ব্রেডার সাম্প্রতিক সপ্তাহগুলোতে ১৮টি সংস্থার চাকরিচ্যুত শিক্ষানবিশ কর্মীদের পুনর্বহালে নির্দেশ দেন। তার আদালতে মামলা করেছিল ডেমোক্র্যাট নেতৃত্বাধীন ২০টি রাজ্য, যাদের যুক্তি ছিল—ফেডারেল কর্মীদের ছাঁটাইয়ের ক্ষেত্রে বিধিনিষেধ লঙ্ঘিত হয়েছে।

ট্রাম্প ক্ষমতায় আসার পর এ পর্যন্ত অন্তত ২৪ হাজার কর্মী চাকরিচ্যুত হয়েছে, দাবি ডেমোক্র্যাট নেতৃত্বাধীন রাজ্যগুলোর।

ব্রেডারের বৃহস্পতিবারের আদেশে পরিবেশ সুরক্ষা সংস্থা, ভোক্তা আর্থিক সুরক্ষা ব্যুরো ও বিদেশে যুক্তরাষ্ট্রের সহায়তা পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা সংস্থা ইউএসএআইডির পাশাপাশি মার্কিন কৃষি, বাণিজ্য, শিক্ষা, জ্বালানি, স্বাস্থ্য, মানবসেবা, হোমল্যান্ড সিকিউরিটি, গৃহায়ন ও নগর উন্নয়ন, স্বরাষ্ট্র, শ্রম, পরিবহন, অর্থ ও ভেটেরান বিষয়ক মন্ত্রণালয়ের শিক্ষানবিশরাও চাকরি ফিরে পাওয়ার সুযোগ পেল।

ট্রাম্প প্রশাসন বলছে, তারা কর্মদক্ষতাসহ নানাবিধ বিবেচনায় এই কর্মীদের চাকরিচ্যুত করেছে। সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে নিয়োগ পাওয়া ব্রেডার এই যুক্তি ‘মেনে নিতে’ নারাজ। তার ভাষ্য, এই ধরনের গণছাঁটাইয়ের আগে রাজ্যগুলোকে অবহিত করা দরকার ছিল; মাত্রই বেকার হওয়া নাগরিকদের সহায়তা দিতে রাজ্যগুলোর বাধ্যবাধকতা আছে।

ব্রেডারের কয়েক ঘণ্টা আগে স্যান ফ্রান্সিসকোর আদালতে শুনানিতে ডিস্ট্রিক্ট বিচারক উইলিয়াম অলসাপ প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ ছয়টি সংস্থার চাকরিচ্যুত শিক্ষানবিশদের পুনর্বহালে আদেশ দেন। বাকি ৫টি সংস্থার কর্মীরা মেরিল্যান্ডের আদালতের আদেশেও আছে।

আদেশে স্যান ফ্রান্সিসকো ফেডারেল আদালতের বিচারক বলেছেন, পর্যাপ্ত ক্ষমতা না থাকার পরও যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থাগুলোর মানবসম্পদ বিভাগের দায়িত্ব পালন করা অফিস অব পারসোনেল ম্যানেজমেন্ট (ওপিএম) বিপুল হারে কর্মী ছাঁটাইয়ের যে নির্দেশ দিয়েছিল, তা যথাযথ ছিল না।

“এটা খুবই দুঃখজনক দিন, যখন আমাদের সরকার কিছু চমৎকার কর্মীকে বরখাস্ত করে বলে কর্মদক্ষতার ভিত্তিতে, অথচ তারা ভালো করেই জানে এটা মিথ্যা,” সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমলে নিয়োগ পাওয়া অলসাপ।

তার এই আদেশের পরপরই এক বিবৃতিতে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, তাদের প্রশাসন অবিলম্বে এই আদেশের বিরুদ্ধে ‘লড়াইয়ে নামবে’।

“পুরো নির্বাহী বিভাগে ক্ষমতা প্রয়োগের অধিকার রয়েছে প্রেসিডেন্টের, প্রেসিডেন্টের এজেন্ডা ব্যর্থ করতে ডিস্ট্রিক্ট আদালতের এক বিচারক সমগ্র বিচার বিভাগের ক্ষমতা অপব্যবহার করতে পারেন না,” বলেছেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন