মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

শিরোনাম

সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ

রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে স্থানীয়রা সীমান্তের মধুপুর গ্রামের বিপরীতে ভারতীয় অংশে ওই মরদেহ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়।

নিহত ওবায়দুল (২৩) গোপালপুর গ্রামের হানিফ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুল ইসলাম জানান, রোববার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ শোনা যায়। পরে আজ সকালে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, সীমান্তের ভারতীয় অংশে ২০০ গজ অভ্যন্তরে একটি মরদেহ পড়ে ছিল। সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বিএসএফ কমান্ডার ফোন করে বিষয়টি জানায়। মরদেহটি উত্তর চব্বিশ পরগনার বাগদা থানায় রাখা হয়েছে।

আরো জানান, বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। মরদেহটি বাংলাদেশির নিশ্চিত হলে তারা আমাদের কাছে হস্তান্তর করবে। তবে যতক্ষন না মরদেহটি শনাক্ত করা হচ্ছে, তার আগে কিছুই বলা যাচ্ছে না।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন