পৃথিবী হঠাৎ থমকে গেছে
একটি বৃন্তে এসে।
ধূসর আকাশ, স্থবির বাতাস।।
উড়ে না পাখি ডানা মেলে আর,
প্রজাপতি ছোঁয় না ফুল।
ঘাটে বাধাঁ তরী হবে না পারাপার
হবে না আর কোন পাল তোলা গান।
অতঃপর
এলো কালবৈশাখী ঝড়
বজ্রে গর্জে পৃথিবী।
সেই ফুলের বৃন্ত কাঁপিয়া উঠিল
প্রবল বাতাস বেগে,
বজ্র বিদ্যুৎ বাজে মেঘে মেঘে।।
কতশত পাখি ডানা ঝাঁপটে
পাল করে করে উড়ে আকাশে।
আর প্রজাপতি ছুঁটে যায় রঙিন ফুলের তরে।।
পাল তুলে নৌকা হয় পারাপার, নতুন কোন গানে।।
এমনই করিয়া রাঙিলো পৃথিবী
সেই বৃন্তে ফুটিলো রঙিন ফুল।।
কবি: সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন