মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

শিরোনাম

৫০০ মুদি দোকানে ‘সাইলেন্টশিল্ড’ বসাতে ১.৬ মিলিয়ন বিনিযোগ

সোমবার, মে ১৯, ২০২৫

প্রিন্ট করুন

এইচ বি রিতা: নিউইয়র্ক সিটি ৫০০ মুদি দোকানে (স্পেনিশে বোদেগা) ‘সাইলেন্টশিল্ডস’ নামে জরুরি বাটন বসাতে $১.৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে। অ্যাডামস প্রশাসন এবং ইউনাইটেড বোদেগাস অফ আমেরিকার (ইউহিএ) যৌথ উদ্যোগে মুদি দোকান কর্মীরা এখন জরুরি পরিস্থিতিতে একটি বাটন চাপলেই এনওয়াইপিডি তৎক্ষণাৎ পৌঁছে যাবে, কাউকে কিছু জানানো ছাড়াই।

সোমবার (১২ মে) কমিউনিটি অপ:এড-এ সিটি মেয়র এরিক অ‍্যাডামস্ বলেন, ‘নিউইয়র্ক সিটির প্রতিটি কোণে কোণে রয়েছে মুদি দোকান, যেগুলো আমাদের জন্য খোলা থাকে সব সময়। কোভিড-১৯ মহামারির সময় এই দোকানগুলো হয়ে ওঠেছিল শহরের স্থানীয় কমিউনিটির জন্য এক গুরুত্বপূর্ণ সহায়তা। মানুষ সেসময় টয়লেট পেপার, স্ন্যাকস, ডায়াপার এবং সামাজিক সংযোগের জন্য নির্ভর করতো এই দোকানগুলোর ওপর। যদিও নিউইয়র্ক সিটিতে বড় ধরনের অপরাধ কমে এসেছে, তারপরও আমাদের অতিরিক্ত পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে এই দোকানদারদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ মোকাবেলা করা যায়, এবং অপরাধীর হামলার ভয় ছাড়াই তারা জরুরি অবস্থায় ৯১১-এ কল করতে পারে।

অ‍্যাডামস্ বলেন, ‘এখন থেকে, যদি কোনো অস্ত্রধারী অপরাধী কোনো মুদি দোকানে ঢুকে পণ্য লুট করে কিংবা টাকা নিয়ে যেতে চায়, তাহলে কর্মীরা অনেকটা নিশ্চিন্ত মনে জরুরি সহায়তা চাইতে পারবেন। নিউইয়র্ক সিটি ১.৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে, যা ‘সাইলেন্টশিল্ড’ নামে একটি বিশেষ বাটনের মাধ্যমে ৫০০টি মুদি দোকানে জরুরি মুহূর্তে বাটন টিপে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানিয়ে দেবে। আমরা প্রথমে এই বাটনগুলো বিতরণ করছি এমন এলাকায় যেখানকার অপরাধের হার বেশি, যাতে এই কমিউনিটির কর্মী ও গ্রাহকরা নিরাপদ বোধ করেন এবং প্রকৃত নিরাপত্তাও পান। ‘

এর আগেও গত বছর অ‍্যাডামস্ প্রশাসন একটি প্রোগ্রাম ঘোষণা করেছিল, যেখানে স্থানীয় ব্যবসাগুলো স্বেচ্ছায় তাদের সিসিটিভি ক্যামেরা সরাসরি এনওয়াইপিডির সঙ্গে সংযুক্ত করতে পারে। এর উদ্দেশ‍্য ছিল, অপরাধ সমাধানে তাৎক্ষণিক ভিডিও সহায়তা পাওয়া।

বর্তমানে উদ্যোগে, মুদি দোকানগুলি যখন তাদের ক্যামেরা স্থানীয় এনওয়াইপিডি প্রিসিন্কের সঙ্গে সংযুক্ত করবে, তখন এনওয়াইপিডি রিয়েল-টাইমে অপরাধ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারবে এবং দ্রুত অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে পারবে। একই সঙ্গে এনওয়াইপিডি আরও দক্ষভাবে কাজ করতে পারবে; যা স্থানীয় কমিউনিটির অংশগ্রহণে জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হবে।

অ‍্যাডামস্ জানান, এর পাশাপাশি, নতুন অফিসারদের যোগ্যতার মানদণ্ড সম্প্রসারণ এবং চলমান অর্থায়নের ফলে, অ্যাডামস প্রশাসন ২০২৬ সালের শরতের মধ্যে ৩৫,০০০ ইউনিফর্মধারী এনওয়াইপিডি অফিসার রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে। এর মানে, মুদি দোকান থেকে আসা কলগুলোর জবাব দিতে আরও বেশি পুলিশ সদস্য এখন প্রস্তুত থাকবে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন