নিউজ ডেস্ক: প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’ সেনেটে পাশ হয়েছে। চূড়ান্ত ভোটের জন্য এটি আবারো হাউযে পাঠানো হয়েছে। এই বিলটিতে ট্যাক্স কমানো, সীমান্ত সুরক্ষা ও প্রতিরক্ষা খাতে খরচ বাড়ানো এবং স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ব্যয় কমিয়ে বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। হাউয এবং সেনেট সংস্করণের প্রধান বিষয়গুলো সহজভাবে দেখে নেয়া যাক:
কর নীতিমালা:
কর কমানো: উভয় সংস্করণই ট্রাম্পের ২০১৭ সালের ট্যাক্স কর্তনগুলোকে স্থায়ী করবে এবং নতুন কর ছাড় প্রবর্তন করবে। সেনেট সংস্করণটি নতুন কিছু সাময়িক ট্যাক্স ব্রেক যোগ করেছে, যেমন টিপস ও ওভারটাইম বেতনে ট্যাক্স না থাকা। শুধুমাত্র যাদের বার্ষিক আয় ১৬০,০০০ ডলার বা এর কম তাদের জন্য। অন্যদিকে, কাটছাঁট ২৫,০০০ ডলারের মধ্যে সীমাবদ্ধ করার প্রস্তাব করেছে সেনেট। একইসাথে, ১৫০,০০০ ডলার এর বেশি আয় করা ব্যক্তি বা ৩০০,০০০ ডলারের বেশি আয় করা দম্পতিদের জন্য সুবিধাগুলো পর্যায়ক্রমে বাতিলের সুপারিশ করেছে। অন্যদিকে, দুই সংস্করণেই ব্যবসা-সম্পর্কিত সরঞ্জাম এবং গবেষণার খরচের ১০০% অবিলম্বে মওকুফ করার অনুমতি দেওয়া হয়েছে।
স্টেইট ও স্থানীয় কর (SALT) ছাড়ের সীমা: হাউয সংস্করণ এই ছাড়ের সীমা ১০ বছরের জন্য ৪০,০০০ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে। সেনেট সংস্করণও একই সীমা রেখেছে, তবে তা শুধু ৫ বছরের জন্য।
চাইল্ড ট্যাক্স ক্রেডিট: ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত ২,০০০ ডলারের চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাড়িয়ে ২,৫০০ ডলার করার প্রস্তাব করেছে হাউয। অন্যদিকে, এই ক্রেডিট স্থায়ীভাবে ২,২০০ ডলারে বাড়ানোর কথা বলা হয়েছে সেনেট সংস্করণে।
স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা:
মেডিকেইড ও ACA তে কাটছাঁট: হাউয সংস্করণ মেডিকেইডে প্রায় ৮০০ বিলিয়ন ডলার কাটছাঁটের কথা বলেছে, যা ২০৩৪ সালের মধ্যে প্রায় ১১ মিলিয়ন মানুষকে স্বাস্থ্যবীমার বাইরে ঠেলে দিতে পারে। সেনেট সংস্করণ প্রায় ৯৩০ বিলিয়ন ডলার কাটছাঁট করতে চায়, যার ফলে ১২ মিলিয়ন মানুষ বীমাহীন হতে পারে।
মেডিকেডের জন্য কাজের শর্ত: উভয় সংস্করণেই মেডিকেইড পাওয়ার জন্য নতুন কাজের শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তবে, ১৯ থেকে ৬৪ বছর বয়সী প্রতিবন্ধী, নিঃসন্তান বা গর্ভবতী নারীদের জন্য ছাড় রয়েছে। ১৪ বছরের বেশি বয়সী শিশুদের বাবা-মাকে কাজ করতে বাধ্য করে হাউয বিলটি প্রস্তাব করেছে। তবে, আগের বার্ষিক যোগ্যতা প্রমাণের পরিবর্তে, এখন বছরে দু’বার তারা এটি পাওয়ার যোগ্য কি-না তার প্রমাণ দিতে হবে।
প্ল্যানড প্যারেন্টহুড ফান্ডিং: হাউয ১০ বছরের জন্য প্ল্যানড প্যারেন্টহুডকে অর্থ দেওয়া বন্ধ করতে চায়, যেখানে সেনেট প্রস্তাব করেছে এক বছরের জন্য বন্ধ করার। উভয় সংস্করণই পূর্ববর্তী মেডিকেইড সুবিধা তিন মাস থেকে কমিয়ে এক মাস করে।
সিনিয়র সিটিযেন ডিডাকশনঃ
বিলটি ২০২৫ সাল থেকে ২০২৮ সালের মধ্যে প্রবীণ নাগরিকদের জন্য ৪,০০০ ডলার কমাবে। ৭৫ হাজার ডলারের বেশি আয় রয়েছে এমন ব্যক্তিদের জন্য এই সুবিধা পর্যায়ক্রমে শুরু হবে এবং আয়ের দম্পতিরা এই পরিমাণের দ্বিগুণ আয় করবেন। অন্যদিকে, ২০২৫ সাল থেকে ২০২৮ সাল পর্যন্ত প্রবীণ নাগরিকদের স্ট্যান্ডার্ড ছাড়ের জন্য ৬,০০০ ডলার কমানোর প্রস্তাব করেছে সেনেট।
হোম ইক্যুইটি এবং মেডিকেড: উভয় চেম্বারের অধীনে, আবেদনকারীদের বাড়ির ইকুইটির মূল্য ১ মিলিয়নের বেশি হয়, তাহলে তারা মেডিকেইডের এর জন্য যোগ্য হবে না।
ফুড স্ট্যাম্পস; বিলে ৫৫ থেকে ৬৪ বছর বয়সি প্রবীণদের জন্য এটি প্রযোজ্য হবে। একইসাথে, ৭ থেকে ১৮ বছর বয়সী সন্তানদের পিতামাতাও এই সেবার অন্তর্ভুক্ত হবেন। এছাড়া, প্রথমবারের মতো স্টেইটকে এই খরচের ৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বহন করতে হবে। আগের ৫০ শতাংশ থেকে এবারে আরো ২৫ শতাংশ বাড়াতে হবে প্রশাসনিক খরচ। সেনেটে কেবল সন্তানের বয়স ৪ বছর কমিয়ে ১৪ বছর বয়সি পিতামাতার জন্য এটি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আর স্টেইটের খরচ ধরা হয়েছে ৫ থেকে ১৫ শতাংশ।
কার লোন ইন্টারেস্টঃ
বিলটি যোগ্য করদাতাদের ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত বার্ষিক গাড়ি ঋণের সুদে ১০,০০০ ডলার পর্যন্ত কেটে নেওয়ার অনুমতি দেবে। ১০০ হাজার ডলারের বেশি আয় করা সিঙ্গেল ফাইলার এবং ২০০ হাজার ডলার আয় করা বিবাহিত দম্পতিদের জন্য এই ট্যাক্স ব্রেক পর্যায়ক্রমে শুরু হবে। এটি এমন করদাতাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা ২০২৫ সাল থেকে গাড়ি ঋণ পান এবং যারা অ্যামেরিকায় তাদের চূড়ান্ত সংযোজন হওয়া যাত্রীবাহী যানবাহন কিনেছেন। সেনেটেও বিলটি হাউয সংস্করণের অনুরূপ রাখা হয়েছে। কেবল, ব্যবহৃত, সমস্ত ভূখণ্ড এবং বিনোদনমূলক যানবাহন ছাড়ের জন্য প্রযোজ্য হবে না।
লিঙ্গ পরিবর্তন সেবার জন্য ফেডারেল তহবিল:
হাউযে শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য লিঙ্গ পরিবর্তন পরিষেবার আওতায় ফেডারেল মেডিকেইড তহবিল নিষিদ্ধ করেছে। অন্যদিকে, সেনেটে একই রকম একটি বিধান অন্তর্ভুক্ত থাকলেও, পুনর্মিলন নিয়ম মেনে চলার কারণে এটি বাতিল করা হয়েছিল।
সীমান্ত নিরাপত্তা ও অন্যান্য খরচ:
সীমান্ত সুরক্ষা: উভয় সংস্করণেই ট্রাম্পের সীমান্ত সুরক্ষা এজেন্ডার জন্য প্রায় ৩৫০ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে মেক্সিকো সীমান্তে প্রাচীরের জন্য প্রায় ৪৬ বিলিয়ন ডলার এবং ১০০,০০০ শয্যাবিশিষ্ট অভিবাসী আটক কেন্দ্রের জন্য ৪৫ বিলিয়ন ডলার।অভিবাসীদের নতুন ফি দিতে হবে, যার মধ্যে আশ্রয় সুরক্ষা চাওয়ার সময়ও অন্তর্ভুক্ত। সেনেট সংস্করণে সর্বনিম্ন ১০০ ডলার আশ্রয় ফি নির্ধারণ করা হয়েছে, যা হাউসের বাতিল হওয়া ১,০০০ ডলার ফি থেকে কম।
ক্লিন এনার্জি কর কর্তন: পরিষ্কার জ্বালানি প্রকল্পগুলোকে সমর্থনকারী কর প্রণোদনা উল্লেখযোগ্যভাবে কমাতে চাপ দিচ্ছে রিপাবলিকান আইনপ্রণেতারা। এর ফলে ইলেকট্রিক যানবাহনের জন্য কর বিরতির মেয়াদ ২০৩২ সালের শেষের পরিবর্তে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষ হবে।
ঋণের সীমা: এই বিলটি ঋণের সীমা ৫ ট্রিলিয়ন ডলার বাড়িয়ে দেবে, যা মে মাসে পাস হওয়া হাউস সংস্করণে বর্ণিত ৪ ট্রিলিয়ন ডলারকে ছাড়িয়ে যাবে।
বিলটি এখন হাউসে ফিরে যাবে। প্রেসিডেন্ট ট্রাম্প চান, আগামী ৪ঠা জুলাইয়ের মধ্যেই এটি আইনে পরিণত হোক। ধারণা করা হচ্ছে, এই বিলটি আগামী দশকে দেশের ঘাটতি প্রায় ৩.৩ ট্রিলিয়ন বাড়াবে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন