নিউইয়র্কে অনুষ্ঠিত হলো দোহার উপজেলা সমিতি ইউএসএ ইনক’র বার্ষিক বনভোজন। নাচ-গান, খেলাধুলা, আর র্যাফেল ড্র—সব মিলিয়ে গেত ২৯ জুন হেম্পস্টেড লেক স্টেট পার্ক রূপ নেয় এক মিলনমেলায়। শুধু দোহার নয়, ঢাকার বিভিন্ন এলাকার মানুষসহ নানা জেলা সমিতির প্রতিনিধি ও বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এতে অংশ নেন।
সকালে নাস্তা বিতরণের পর শুরু হয় ক্রীড়ানুষ্ঠান। ছোটদের দৌড়, বড়দের প্রতিযোগিতা ও ফল পরিবেশনায় আনন্দে ভরে ওঠে পরিবেশ। দুপুরে বাহারি বাঙালি খাবার, পরে পিলু পাসিং ও আবাহনী-মোহামেডান ফুটবল খেলা জমে ওঠে। ২-২ গোলে শেষ হয় ম্যাচটি।
খেলা শেষে নিউইয়র্কের স্বনামধন্য শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা প্রাণভরে উপভোগ করেন উপস্থিত সবাই। ফাঁকে ফাঁকে খেলার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিশিষ্টজনেরা।
এছাড়া দোহার উপজেলা সমিতির নেতৃবৃন্দসহ অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় সবার মাঝে বৈকালিক নাস্তা পরিবেশন করা হয়। শিশুদের হাতে তুলে দেওয়া হয় চিপস। ছিল চায়ের ব্যবস্থা।
সবশেষে ছিল বনভোজনের সেরা ইভেন্ট র্যাফেল ড্র। এতে স্বর্ণের সেটসহ ১০টি পুরস্কার প্রদান করা হয়। আনন্দ, উচ্ছ্বাস, চিৎকার, চেঁচামেচিতে এই পর্ব ছিল প্রাণবন্ত, উপভোগ্য।
সমিতির সভাপতি দুলাল বেহেদুর সভাপতিত্বে সংক্ষিপ্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মুকুল।
এ সময় শুভেচ্ছা বক্তৃতা করেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেবিবিএ সভাপতি, দোহার উপজেলা সমিতির ট্রাস্টি প্রধান গিয়াস আহমেদ, সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য হাফিজুর রহমান হাফিজ, শেখ সালাহউদ্দিন আহমেদ খোকন,আব্দুর রাজ্জাক আনোয়ার, আলমগীর ভূঁইয়া, ঢাকা জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম স্বপন, যুগ্ম সম্পাদক দেওয়ান কাউছার প্রমুখ।
বনভোজন চলাকালে বিভিন্ন সময়ে শুভেচ্ছা বক্তৃতা করেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট নূরুল আজিম, তারেক হাসান খান, আহসান হাবিব, তোফায়েল আহমেদসহ কমিউনিটি নেতৃবৃন্দ।
বনভোজনের সার্বিক দায়িত্বে ছিলেন আহ্বায়ক শাহিনুর রহমান বিপ্লব, প্রধান পৃষ্ঠপোষক আছিয়া আক্তার এবং সদস্য সচিব রবিউল আলম।
সবশেষে বনভোজনে উপস্থিত হয়ে দিনটিকে আনন্দময় করে তোলার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দোহার উপজেলা সমিতি ইউএসএ ইনক’র সভাপতি দুলাল বেহেদু। এ সময় সুন্দর আগামীর প্রত্যাশায় তিনি বনভোজনের সকল কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন