শনিবার, ১৫ মার্চ ২০২৫

শিরোনাম

আসছে সাদেক সাব্বিরের পরিচালনায় নাটক ‘রুম নম্বর ৪০৭’

সোমবার, নভেম্বর ৮, ২০২১

প্রিন্ট করুন
Room no 407 1

চলমান ডেস্ক: সাদেক সাব্বিরের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় সজল ও শেহতাজকে নিয়ে নাটক ‘রুমন নম্বর ৪০৭’ এর শুটিং শেষ হয়েছে। শিগগিরই বেসরকার একটি টিভি চ্যানেলে নাটক প্রচার হবে।

নাটকে দেখা যাবে, কক্সবাজার ঘুরতে আসা তরুণী অবণি। মাঝপথে দেখা হয় ছোট বেলার বান্ধবী আনিকার সাথে। দুইজন চুটিয়ে আড্ডা দেয়, ঘুরে বেড়ায়। কিন্তু তাতে বাধ সাদে সাদ্দাম। সাদ্দাম হল অবনী যে হোটেলে উঠেছে সেখানকার রুম বয়। সাদ্দামের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠে তারা। শেষ মেষ আশ্র‍য় নেয় হোটেল ম্যানেজারের রুমে। সাদ্দামকে সাইকো মনে হলেও দর্শককে ৪০ মিনিট নাটকের ভেতরে রাখবে সাদ্দাম।

সাদেক সাব্বির বলেন, ‘সাদ্দামের চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছে সজল। আর অবনী চরিত্রে শেহতাজ। এ দিকে আনিকা ও ম্যানেজারের চরিত্রেও সাবলীল ছিল সুস্মিতা ও জিদান সরকার। সবশেষে কক্সবাজারের সিট ভাড়া দেয়ার একটি কমেডি চরিত্রে দেখা যাবে আমিন আযাদ ভাইকে।’

সাদেক সাব্বির চট্টগ্রামের তরুণ নাট্য নির্মাতা ও পরিচালক। পাশাপাশি নাটক রচনায় মনোযোগী। সমসাময়িক বিষয় উপস্থাপনা করে দর্শককে বিনোদন দিতে চান তিনি। তিনি আশা করেন, দর্শক ভাল কিছুই পাবেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন