শনিবার, ১২ জুলাই ২০২৫

শিরোনাম

বিউগলে বেদনা বাজে/আবুল কালাম তালুকদার

রবিবার, জুলাই ৬, ২০২৫

প্রিন্ট করুন

জলজ আকাশে নেই বৃষ্টি, স্নানে নেই সমুদ্র
সুখ চলে গিয়েছে দূর অজানায়
রাত জাগা পাখির ঠোঁটে জেগে আছে নগরী
ব্যর্থতার প্রচ্ছদে আঁকা জীবনের গল্প
প্রতিশ্রুতিহীন জীবনে প্রেমবিহীন সংলাপ।

সুখ না পাওয়ার বেদনায়
বসন্তের সময়েও মন্ধলাগা
কবিতা হারিয়েছে নির্মাণ শৈলী।
জুলাই আগষ্টের ব্যথায় বিউগলে বেদনা বাজে।

সাচার,কচুয়া,চাঁদপুর
মোবাইল:০১৭১২-৭৪৫৪১০

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন