নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাদারীপুর জেলা সমিতি ইউএসএর আনন্দঘন পরিবেশে বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ জুন) লং আইল্যান্ডের বেলমন্ট অ্যাভিনিউতে আয়োজিত এই অনুষ্ঠানে নিউইয়র্ক ও আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের নানা শ্রেণিপেশার মানুষ বনভোজনের নানা আয়োজন উপভোগ করেন। ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং আকর্ষণীয় র্যাফেল ড্র। দিনভর প্রাণখোলা আড্ডা আর আনন্দে মুখর ছিল গোটা আয়োজন।
আয়োজনে সহযোগিতা করেন—ইটারনাল কেয়ার সার্ভিসের আশরাফ চৌধুরী খোকন, ইম্পেয়ার কেয়ার এজেন্সির মোহাম্মদ সিদ্দিক তানভির, সাফায়েত খান, মেহেক এক্সক্লুসিভ কালেকশন, জে আর নিট ফেব্রিক্সের হেমায়েত হোসেন হিমু, সানাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল, ড্রিমস ডোর ফ্যাশন, রাজিব-সজীব, নরসিংদী জেলা সমিতি ইউএসএ, রিঙ্কুস জুয়েলারি, সৈয়দ শফিকুল আলম, টেস্ট অব বেঙ্গল, আনন্দ ড্রাইভিং স্কুলসহ আরও অনেকে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনকের সভাপতি শামিম গফুর ও সাধারণ সম্পাদক এহসানুল হক বাবুল।
শামিম গফুর বলেন, ‘প্রবাসে থেকেও আমরা আমাদের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখতে চাই।’
এহসানুল হক বাবুল বলেন, ‘প্রবাসে থেকেও মাদারীপুরবাসীর পাশে থাকতে চাই আমরা।’
বনভোজন শেষে মাদারীপুর জেলা সমিতির সভাপতি জিয়াউর রহমান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় এ আয়োজন সফল হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে, সবার অংশগ্রহণে এমন অনুষ্ঠান আয়োজন করা হবে।”
আয়োজকেরা জানান, প্রবাসে এ ধরনের অনুষ্ঠান শুধু বিনোদন নয়, বরং দেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে জাগ্রত রাখার মাধ্যম। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন