শনিবার, ১২ জুলাই ২০২৫

শিরোনাম

দুবাইয়ে ৩৩ লাখ টাকায় বাংলাদেশিদের গোল্ডেন ভিসার সুযোগ

সোমবার, জুলাই ৭, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: বাংলাদেশিদের জন্য অবিশ্বাস্য কম মূল্যে গোল্ডেন ভিসার সুযোগ দিচ্ছে সংযুক্ত আবর আমিরাত। দেশটিতে কোনোরকম বিনিয়োগ ছাড়াই বাংলাদেশিরা গোল্ডেন ভিসা পাবেন। এ ভিসার মাধ্যমে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ মিলবে।

সোমবার (০৭ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) নতুন করে একটি ‘মনোনয়নভিত্তিক’ গোল্ডেন ভিসা চালু করেছে। এ ভিসায় বাংলাদেশের নাগরিকরা দেশটিতে আজীবন বসবাসের সুযোগ পাবেন। এজন্য কোনো ধরনের বড় ব্যবসা বা সম্পত্তি বিনিয়োগের প্রয়োজন পড়বে না।

প্রাথমিকভাবে ভারত ও বাংলাদেশকে নিয়ে শুরু হওয়া এই পাইলট প্রকল্পটি চালু হয়েছে। আগে এ ভিসা পেতে অন্তত ২০ লাখ দিরহাম (প্রায় ৬ কোটি ৬৮ লাখ টাকা) মূল্যের সম্পত্তি বা বড় ব্যবসায়িক বিনিয়োগের প্রয়োজন হতো। নতুন নিয়মে আবেদনকারীরা প্রায় ১ লাখ দিরহাম (প্রায় প্রায় ৩৩ লাখ টাকা) ফি দিয়ে আজীবন বসবাসের অনুমতি পাবেন। তবে এর জন্য কঠোর ব্যাকগ্রাউন্ড যাচাই ও ইউএই কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন