শনিবার, ১২ জুলাই ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী বেড়েছে ২৬ শতাংশ, দক্ষিণ এশিয়ায় শীর্ষে

মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫

প্রিন্ট করুন
princeton university 1

২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকে শিক্ষার্থী ভর্তির হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ‘ওপেন ডোরস ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডাটা’র তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির হার বেড়েছে ২৬ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়বিষয়ক বার্ষিক প্রতিবেদন ‘ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ’–এর তথ্য বলছে, মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভারতীয় শিক্ষার্থী ভর্তির হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে বাংলাদেশ এদিক থেকে ভারতকেও ছাড়িয়ে গেছে।

দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তির হার বেড়েছে মাত্র আট শতাংশ। আর নেপাল থেকে বেড়েছে ১১ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীর মোট সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে ভারতীয়রা। দেশটিতে ৩ লাখ ৩১ হাজার ৬০২ জন ভারতীয় শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা মোট আন্তর্জাতিক শিক্ষার্থীর ২৯ দশমিক ৪ শতাংশ। দ্বিতীয় অবস্থানে চীনারা। যুক্তরাষ্ট্রে মোট ২ লাখ ৭৭ হাজার ৩৯৮ জন চীনা শিক্ষার্থী রয়েছেন, যা মোট সংখ্যার ২৪ দশমিক ৬ শতাংশ।

শীর্ষ দশে থাকা বাকি দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ার ৪৩ হাজার ১৪৯, কানাডার ২৮ হাজার ৯৯৮, তাইওয়ানের ২৩ হাজার ১৫৭, ভিয়েতনামের ২২ হাজার ৬৬, নাইজেরিয়ার ২ হাজার ২৯, বাংলাদেশের ১৭ হাজার ৯৯, ব্রাজিলের ১৬ হাজার ৮৭৭ ও নেপালের ১৬ হাজার ৭৪২ জন শিক্ষার্থী রয়েছেন। ১৫তম অবস্থানে রয়েছে পাকিস্তানিরা। তাদের মোট সংখ্যা ১০ হাজার ৯৮৮ জন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন