রওশন হক
প্রতিদিনই আমরা নানা খবর পড়ি—বন্যা, যুদ্ধ, দুর্যোগ। এসব এখন যেন দৈনন্দিন বাস্তবতা। তবে কিছু কিছু গল্প আমাদের নাড়া দেয়, চোখে জল এনে দেয়। আবার নতুন করে মানুষে বিশ্বাস জাগায়। তেমনই এক গল্প এসেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে।
বন্যায় যখন শত শত মানুষ অসহায়, তখন একজন মানুষ নিঃশব্দে নেমে পড়েন উদ্ধারকাজে। তিনি স্কট রাসকান—নিউ জার্সির তরুণ, সদ্য যুক্ত হয়েছেন কোস্ট গার্ডের উদ্ধার দলে। প্রথম মিশনেই তাঁকে পাঠানো হয় বন্যাদুর্গত এলাকায়। গন্তব্য—ক্যাম্প মিস্টিক, একটি গার্লস সামার ক্যাম্প, যেখানে শতাধিক শিশু ও কর্মী পানিবন্দি হয়ে পড়েন। আশপাশের সড়ক, সেতু ভেঙে গেছে, হেলিকপ্টার ছাড়া কোনো উপায় নেই। এমন ভয়াবহ পরিস্থিতিতে রাসকান একাই ঝাঁপিয়ে পড়েন উদ্ধার অভিযানে।
ঝুঁকিপূর্ণ পানিপথ, ভারী বৃষ্টি, দমবন্ধ করা বাতাস—সবকিছুর মধ্যেও রাসকান একে একে তুলে আনেন শিশু, কিশোরী, নারী কর্মীদের। কেউ কাঁদছিল, কেউ ভয় পাচ্ছিল, কেউ ছিলেন আহত। রাসকান শুধু উদ্ধারই করেননি, সবার পাশে থেকেছেন, সান্ত্বনা দিয়েছেন। কারো হাতে ফ্রস্টবাইট, কারো পায়ে রক্তাক্ত জখম—সব কিছুতে তিনি ছিলেন ভরসার নাম। ঘণ্টার পর ঘণ্টা একা দাঁড়িয়ে থেকে যা করেছেন, তা কোনো সিনেমার দৃশ্যকেও হার মানায়।
আজ সবাই তাঁকে “আমেরিকান হিরো” বলছে। সংবাদমাধ্যম, গভর্নর, প্রশাসন—সবাই তাঁর প্রশংসা করছেন। কিন্তু রাসকান শুধু বলছেন, “আমি কেবল আমার কাজ করেছি।” এই বিনয়, এই দায়বদ্ধতাই তাঁকে সত্যিকারের নায়ক করে তুলেছে। তিনি সেলফি তোলেননি, বাহবা চাননি, পুরস্কারের জন্য অপেক্ষা করেননি। শুধু মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটাই তো সত্যিকারের বীরত্ব।
রাষ্ট্রের আইন, জরুরি সেবা, বাহিনীর প্রশিক্ষণ—সবই প্রয়োজনীয়। কিন্তু প্রয়োজন সবচেয়ে বেশি মানবিকতা। রাসকানের মতো মানুষরা যখন সামনে আসে, তখন বোঝা যায়, পৃথিবী এখনো টিকে আছে সেই মানুষদের জন্য, যারা নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে ভালোবাসতে জানে।
রাসকানের গল্প কোনো পাঠ্যবইয়ে থাকবে না, ন্যাশনাল হল অব ফেমেও নয়। কিন্তু যেসব শিশু তাঁর হাতে নিরাপদে ফিরে এসেছে, যারা আজ বাবা-মায়ের কোলে ফিরে শান্তিতে ঘুমোচ্ছে—তাদের চোখে রাসকান একজন অবিস্মরণীয় নায়ক।
এমন গল্প যত বেশি বলা যায়, ততই ভালো। কারণ এই গল্পগুলো আমাদের ভেতরের ঘুমিয়ে থাকা মনুষ্যত্বকে জাগিয়ে তোলে। স্মরণ করিয়ে দেয়—মানবতা এখনো হারিয়ে যায়নি।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন