শনিবার, ১২ জুলাই ২০২৫

শিরোনাম

বিয়ের আসর ছেড়ে পালাল বাংলাদেশি কনে ভারতীয় বর

শনিবার, জুলাই ১২, ২০২৫

প্রিন্ট করুন

বিয়ের অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেন বাংলাদেশি কনে ও ভারতীয় বর। পরে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় এক ব্যক্তি সংবাদকর্মীদের ‘ম্যানেজ’ করার চেষ্টাও করেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের শিলপাটি গ্রামে এমন ঘটনা ঘটেছে।

কনে নিশি আক্তার ওই গ্রামের জিয়াউর রহমানের মেয়ে। বর জাব্বির রহমানের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ভাটকি এলাকায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, কনের বাড়িতে আত্মীয়স্বজনদের খাওয়ানো হচ্ছিল। সেখানে উপস্থিত ছিলেন কনেপক্ষের অনেকে। তবে হঠাৎ সাংবাদিকদের উপস্থিতি বুঝতে পেরে বর-কনে দ্রুত পালিয়ে যান। এরপর কনেপক্ষের লোকজন মিলাদের অনুষ্ঠান বলে দাবি করে এবং বিয়ের অনুষ্ঠানের শামিয়ানা খুলে ফেলে। পরে সংবাদ পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরেই ভারতীয় যুবক জাব্বির রহমান সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন এবং ওই মেয়েকে বিয়ের জন্য আসেন। তার সঙ্গে ছিলেন মা ও বোন। তারা বৈধভাবে এসেছেন কি না- সে বিষয়ে এলাকাবাসীর কেউ নিশ্চিত নন।

ঘটনাস্থলে পুলিশের উপ-পরিদর্শক সিদ্দিক জানান, পুলিশকে বরের মা ও বোন তাদের ভারতীয় পাসপোর্ট ও ভিসা দেখিয়ে জানান, তারা কেবল ‘আকিকার অনুষ্ঠানে’ অংশ নিতে এসেছেন। বর পালিয়ে যাওয়ার ঘটনা আর বিয়ের ঘটনা তারা বলতে পারছে না।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন