যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে রোববার সকালে বনানীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছেন পরিবারের সদস্য ও তারই হাতে গড়া প্রতিষ্ঠান যমুনা গ্রুপ, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের কর্মকর্তারা।
এ সময় মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
রোববার সকালে নুরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন তার সহধর্মিনী যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম।
যমুনা গ্রুপের পরিচালক মেহনাজ ইসলাম তানিয়া এ সময় উপস্থিত ছিলেন।
সকাল ৯টায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতার কবরে ফুলেল শ্রদ্ধা জানান দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, যুগান্তরের উপসম্পাদক বিএম জাহাঙ্গীর, আহমেদ দীপু, এহসানুল হক, প্রধান প্রতিবেদক মাসুদ করিম, যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়া যুগান্তর ও যমুনা টিভির বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় যমুনা গ্রুপ, দৈনিক যুগান্তর ও যমুনা টিভির কর্মকর্তারা উপস্থিত থেকে প্রয়াত চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে যুগান্তর ভবনে কুরআন খানি, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, সবাইকে শোকের সাগরে ভাসিয়ে ২০২০ সালের এই দিনে (১৩ জুলাই) চিরবিদায় নেন ১৯৭১-এর রণাঙ্গনের প্রথম সারির এই বীর মুক্তিযোদ্ধা। নিজের মেধা, সততা, পরিশ্রম ও সাহসিকতার সঙ্গে একে একে ৪২টি শিল্পপ্রতিষ্ঠান গড়েছিলেন আপসহীন এই কর্মবীর।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন