আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কার কীর্তি ছিল এতদিন হার্শেল গিবস, যুবরাজ সিং, কাইরন পোলার্ড, জাসকরন মালহোত্রা ও দীপেন্দ্র সিং ঐরীর।
রোববার ষষ্ঠ ক্রিকেটার হিসাবে এ তালিকায় নাম তুললেন বুলগেরিয়ার কিপার-ব্যাটার মানান বশির। বুলগেরিয়ার সোফিয়ায় জিব্রাল্টারের বিপক্ষে আন্তর্জাতিক ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে এক ওভারে ছয় ছক্কা হাঁকান মানান বশির।
আগে ব্যাট করে নয় উইকেটে ১৯৪ রান তোলে জিব্রাল্টার। রান তাড়ায় ইনিংসের ১৬তম ওভারে জিব্রাল্টারের বোলার কবির মিরপুরীকে টানা ছয়টি ছক্কা মারেন বশির।
শেষ পর্যন্ত ১৬.৩ ওভারেই আট উইকেটের অনায়াস জয় তুলে নেয় বুলগেরিয়া।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন