ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (১৩ জুলাই মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, এসব অস্ত্র ইউক্রেনের জন্য খুবই প্রয়োজন, কারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সারাদিন ভালো ভালো কথা বলেন, কিন্তু সন্ধ্যায় এসে সবাইকে বোমা মেরে চমকে দেন’।
তবে ঠিক কতগুলো প্যাট্রিয়ট ইউক্রেনে পাঠাবেন, তা নির্দিষ্ট করে বলেননি ট্রাম্প। তবে জানান, ইউরোপীয় ইউনিয়ন এই অস্ত্রের খরচ পরিশোধ করবে।
তিনি আরও বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করতে চাইলেও পুতিন সে বিষয়ে তার উদ্যোগকে পাত্তা দেননি—এ কারণে তিনি রুশ নেতার ওপর বিরক্ত।
ইতোমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রতিদিনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় আরও প্রতিরক্ষা সক্ষমতা চেয়েছেন।
এর জবাবেই ওয়াশিংটনের বাইরে অ্যান্ড্রুজ বিমান ঘাঁটিতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা তাদের প্যাট্রিয়ট পাঠাব, যেটার তারা অত্যন্ত প্রয়োজন অনুভব করছে। কারণ পুতিন সত্যিই অনেককে চমকে দিয়েছেন। তিনি সারাদিন ভালো কথা বলেন, আর রাত হলে বোমাবর্ষণ করেন। এটা আমার পছন্দ নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা অত্যাধুনিক নানা সামরিক সরঞ্জাম পাঠাব। তারা এর পুরো মূল্য পরিশোধ করবে। আমরা চাই এভাবেই হোক।’
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন