সোমবার, ১৪ জুলাই ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে নরসিংদী-কুষ্টিয়া প্রবাসীদের বনভোজন, এসেম্বল অফ ইউএসএ’র উদ্বোধন

সোমবার, জুলাই ১৪, ২০২৫

প্রিন্ট করুন

জলি আহমেদ

বাংলাদেশ এসেম্বল অফ ইউএসএ সহযোগিতায় ও উদ্বোধনে আনন্দঘন পরিবেশে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কুষ্টিয়া এবং নরসিংদী প্রবাসীদের বনভোজন হয়েছে। গত ৬ জুলাই পৃথক পৃথক স্থানে এই বনভোজনের আয়োজন করা হয়। এতে কয়েক’শ প্রবাসী বাঙালি অংশ নেন। যা প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়। বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও র‍্যাফেল ড্রসহ নানা আয়োজন ছিল। সুন্দর ও মনোরম পরিবেশে বনভোজন উপভোগ করেন নানা বয়সের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

বনভোজনে উপস্থিত থেকে উদ্বোধন করে বাংলাদেশ এসেম্বল অফ ইউএসএর সভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম (কলিম)। আরও ছিলেন, যুগ্ম সম্পাদক মো. জয়নাল আবেদীন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শাহাদাত হোসেন, মোছাম্ম নুরজাহান বেগম, মো. জাহিদুর রহমান, মো. আশরাফ ভূঁইয়া, রহমত উল্লাহ, মঞ্জিল মজুমদার ও কামরুজ্জামান,কাউসার আলম,মো:জালাল আহমেদ, এ কে এম হক খোকন।

বাংলাদেশ এসেম্বল অফ ইউএসএর সভাপতি শামীম হাসান বলেন, প্রবাসে আমরা আমাদের ঐতিহ্য,সংস্কৃতি ও মূল্যবোধ বজায় রাখতে চাই। একটি সংগঠন আরেকটি সংগঠনের পাশে থেকে সৌহার্দ্য বিনিময়ে করাই তার প্রমাণ এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম (কলিম) বলেন, প্রবাসে থেকেও আমরা বাঙালিরা পাশে থাকতে চাই এবং আমাদের কালচার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই।

প্রতি বছরের মতো এ বছরও নিউইয়র্কের ওয়েস্ট চেস্টার কাউন্টির সুন্দর ও মনোরম পরিবেশের ক্রটন পয়েন্ট পার্কে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের বনভোজন হয়। এতে কুষ্টিয়া জেলার প্রবাসী বাঙালিসহ অনেকেই অংশ নেন।বনভোজনে খেলাধুলা, সংগীতানুষ্ঠান, র‍্যাফেল ড্র ও মধ্যাহ্নভজের আয়োজন ছিল। সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন চিত্রনায়িকা শাহানুর,আইন,আতিক এবং মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন হোসনে আরা বেগম।

বনভোজন আয়োজনের আহ্বায়ক ছিলেন, মো. আব্দুল জব্বার, যুগ্ম আহবায়ক মো. আহসান হাবিব লিটন, এ কে এম হক (খোকন), মো. মমতাজ উদ্দিন। প্রধান সমন্বয়কারী ছিলেন মো. জাহিদুজ্জামান জুয়েল। সমন্বয়কারী ছিলেন মো. বিদ্যুৎ হোসেন, এটিএম মোজাফফর হোসেন, সদস্য সচিব মো. জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সদস্য সচিব মো. আব্দুল ওয়াদুদ, মো. আব্দুল খালেক, মো. আল রাজিব খান। ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মো. আবু মুসা, রোমিও রহমান, মো. আনিসুজ্জামান সবুজ, ফারুক ইকবাল। কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের সভাপতি হলেন মো. হামিদুল ইসলাম, ডিরেক্টর মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাদিক রহমান।

এদিকে হেকশেয়ার স্টেট পার্কের মনোরম পরিবেশ অনুষ্ঠিত হয় নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনকের বনভোজন। প্রকৃতির সুন্দর পরিবেশে এসে মুগ্ধ হন অনেকে। এই অনুষ্ঠানেও সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা র‍্যাফেল ড্রয়ের আয়োজন ছিল।

নরসিংদী জেলা সমিতির সভাপতি হলেন শামীম গফুর, ও সাধারণ সম্পাদক এহসানুল হক বাবুল। এই আয়োজনের আহবায়ক হলেন জাকির এইচ খান, যুগ্ম আহবায়ক মো. নাজমুল হক, রাশেদুল কবীর সজল। এছাড়া প্রধান সমন্বয়কারী ছিলেন মো. ইসমাইল হোসেন, সমন্বয়কারী হিসেবে ছিলেন মো. মোফাজ্জল হোসেন ও শামীমা খান। সদস্য সচিব অলিউল্লাহ খন্দকার সুমন, যুগ্ম সদস্য সচিব মো. আতিকুর রহমান ও তোহরা বেগম।

বনভোজনে উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের প্রাণবন্ত আয়োজন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। এ ধরনের আয়োজন মানুষকে একত্রিত করে। সবার মাঝে একটি বন্ধন তৈরি করে। প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতিকে এমনভাবে তুলে ধরা প্রশংসনীয়। এমন আয়োজন নিউইয়র্কে যেন আরো বেশি হয় সেই আশা ব্যক্ত করেন অতিথিরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন