সিএন প্রতিবেদন: প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সম্প্রসারণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লসএঞ্জেলস ও ওয়াশিংটনে শিগগিরই শুরু হচ্ছে ভোটার নিবন্ধন কার্যক্রম। এ ছাড়া আরও চারটি দেশ—ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপেও এই সেবা চালুর অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এনআইডি উইংয়ের মহাপরিচালক (ডিজি) এএএম হুমায়ুন কবীর এ তথ্য জানান।
তিনি বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নতুন করে পাঁচটি দেশে এনআইডি সেবা চালুর জন্য সম্মতি পেয়েছি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলস, নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশন অফিসগুলোতে নিবন্ধন কার্যক্রম শুরু হবে।”
এনআইডি ডিজি আরও জানান, নতুন এই পাঁচ দেশে কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রস্তুত করা, জনবল নিয়োগ ও প্রশিক্ষণ, এবং প্রযুক্তি সংযোগ (ইন্টিগ্রেশন) সম্পন্ন করা।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডার ১৬টি মিশন অফিসে প্রবাসীদের এনআইডি সেবা দেওয়া হচ্ছে। নতুন দেশগুলোর মাধ্যমে এ সংখ্যা আরও বাড়ছে।
হুমায়ুন কবীর জানান, জুলাইয়ের মধ্যভাগ থেকেই নতুন দেশগুলোতে কার্যক্রম শুরুর পরিকল্পনা ছিল। তবে কিছু কারিগরি জটিলতা, বিশেষ করে স্থানীয়ভাবে পাবলিক আইপি সংক্রান্ত দেরির কারণে সময় কিছুটা পিছিয়েছে। খুব শিগগিরই এসব দেশেও সেবা চালু হবে।
এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো বিদেশ থেকেই ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা গ্রহণের সুযোগ পাবেন, যা ভবিষ্যতে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করার পথে বড় অগ্রগতি বলে মনে করছে নির্বাচন কমিশন।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন