নিউজ ডেস্ক:
বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে প্রবাসীদের ভোটাধিকার বহু বছর ধরে উপেক্ষিত ইস্যু। অথচ বিশ্বের অনেক দেশে প্রবাসীরা ডাকযোগ, কনস্যুলার অফিস কিংবা অনলাইনের মাধ্যমে দেশের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়। কিন্তু বাংলাদেশে আজও এই অধিকার তাদের কাছে অধরা। দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রেখে প্রবাসীরা নিয়মিত রেমিট্যান্স পাঠাচ্ছেন, পরিবারগুলোকে সমর্থন দিচ্ছেন, তবু গণতান্ত্রিক এই অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছেন, যা দুঃখজনক একটি বৈষম্যের প্রতিফলন।
এই দীর্ঘদিনের বঞ্চনার প্রেক্ষাপটে নিউইয়র্কে আয়োজন করা হচ্ছে একটি যুগান্তকারী সেমিনার—‘প্রবাসীদের ভোটাধিকার’ শীর্ষক আলোচনা সভা। এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবাসীদের অন্তর্ভুক্তি নিয়ে নতুন আলোচনার পথ খুলে দেবে বলে আশা করা হচ্ছে।
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে (ঠিকানা: ৩৭-২২, ৭৩ স্ট্রিট) নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রেসক্লাব সভাপতি মনোয়ার ইকবাল, সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার।
যদিও দেশের সব নাগরিকের ভোটাধিকারের অধিকার আছে, তবু বৈধ প্রবাসীরা এখনও ভোটার তালিকায় নাম নিতে পারেননি, ভোট দেওয়ার সুযোগও পাননি। জাতীয় পরিচয়পত্র থাকলেও তারা কনস্যুলারে ভোট দিতে পারেন না, মেইল-ইন ব্যালট বা ই-ভোটিংয়ের কোনো ব্যবস্থা নেই।
প্রবাসীরা কেবল অর্থনৈতিক সহযোগী নন, তারা দেশের সংস্কৃতি ও রাজনীতির বহনকারী। তারা দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশ নিতে চায়, রাষ্ট্রের পূর্ণাঙ্গ অংশ হতে চায়। আজ তাদের এই দাবি শুধু আবেগ নয়, এটি সংবিধানগত একটি অধিকার।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, সেমিনারে আলোচনা হবে—বাংলাদেশ সরকারের করণীয়, নির্বাচন কমিশনের দায়িত্ব ও সম্ভাব্য উদ্যোগ, রাজনৈতিক দলগুলোর অবস্থান, এবং প্রবাসীদের সংগঠিত দাবির কথা।
বিশেষজ্ঞ ও প্রবাসী রাজনীতিকেরা এ বিষয়ে মতামত দেবেন। প্রযুক্তি ব্যবহার, ডিজিটাল ভোটিং, কনস্যুলার মাধ্যমে ভোট প্রদানের সম্ভাবনা নিয়েও কথা হবে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন