ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারকে বদলি করেছে ইসরাইল। বুধবার ইয়েদিওথ আহরোনোথের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল অকুপেশন ফোর্সেস (আইওএফ)-এর মুখপাত্র ঘোষণা করেছেন, ব্রিগেডিয়ার জেনারেল কে. বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারের পদ গ্রহণ করেছেন, তিনি ব্রিগেডিয়ার জেনারেল জি.-এর স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি গত চার বছর ধরে এই পদে দায়িত্ব পালন করেছিলেন।
বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল টোমার বারের নেতৃত্বে বিমান প্রতিরক্ষা স্কুলে ক্ষমতা হস্তান্তরের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সামরিক বাহিনীর মতে, চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের প্রণীত এবং যুদ্ধমন্ত্রী ইসরাইল কাটজের অনুমোদিত এই নিয়োগগুলো আগামী মাসগুলোতে কার্যকর হতে যাচ্ছে।
ইরান ও ইসরাইলের সাম্প্রতিক ১২ দিনের সংঘাতের পর এই রদবদলের ঘটনা ঘটেছে।
ইসরাইলের উস্কানিমূলক হামলার প্রতিবাদের ইসরাইলি অধিকৃত অঞ্চলগুলোতে একের পর এক প্রতিশোধমূলক হামলা চালায় ইরান। এই হামলার ফলে ইসরাইলে ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি কয়েক ডজন মৃত্যু এবং ৩ হাজারের বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার জানিয়েছে, ১২ দিনের যুদ্ধের সময় ইরান তার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কৌশলগুলো পরিমার্জন করে এবং পরীক্ষামূলকভাবে ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকগুলো চিহ্নিত করে তার কৌশলগত কর্মক্ষমতা বৃদ্ধি করেছে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন