বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

রাঙ্গুনিয়ার ১৩ ইউপির ৫টিতে নির্বাচন করছেন বিদ্রোহী প্রার্থী, ৮টিতে নৌকা জয়ী

শুক্রবার, নভেম্বর ১২, ২০২১

প্রিন্ট করুন
রাঙ্গুনিয়ার ১৩ ইউপির ৫টিতে নির্বাচন করছেন বিদ্রোহী প্রার্থী ৮টিতে নৌকা জয়ী 1

এম. মতিন, চট্টগ্রাম:

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য রাঙ্গুনিয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বাকি ৫ ইউপিতে রয়েছেন আওয়ামী লীগের ৫ ‘বিদ্রোহী প্রার্থী’।

জানা যায়, গত ২ নভেম্বর ছিল মনোনয়ন জমাদানের শেষ দিন। জমাদানের শেষ দিনে ৬ ইউপিতে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় বিজয়ের পথে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত ৬ প্রার্থী। তারা হলেন ৫ নং পারুয়া ইউনিয়নে একতেহার হোসেন, ৬ নং পোমরায় আলহাজ্ব জহির আহম্মদ চৌধুরী, ৮নং সরফভাটায় শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, ৯নং শিলক ইউনিয়নে নজরুল ইসলাম তালুকদার, ১০নং পদুয়ায় মুক্তিযোদ্ধা মো, আবু জাফর ও ১১নং চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নে আলহাজ্ব ইদ্রিস আজগর।

এদিকে গতকাল (১১ নভেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ১নং রাজানগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর ও ১২ নং কোদলা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী নুরুল আজিম মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার ও আবদুল কাইয়ুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। বাকি ৫ ইউপি ২নং হোসনাবাদ, ৭নং বেতাগী, ১৩নং ইসলামপুর ইউনিয়ন, ১৪নং দক্ষিণ রাজানগর ও ১৫নং লালানগর ইউনিয়নে ৫ বিদ্রোহী প্রার্থী নৌকার গলার কাঁটা হয়ে রয়েছেন।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচন অফিসার বয়োজীদ আলম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাঙ্গুনিয়ার ১৩টি ইউনিয়নে যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে ২০ জন এবং সাধারণ সদস্য পদে ৪৬২ ও সংরক্ষিত পদে ১২৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়। এদের মধ্যে শুরু থেকেই ৬ ইউনিয়নে কোনো প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী না থাকায় ৬ জন, এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় সেখানে ২ জনসহ মোট ৮ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

আজ শুক্রবার (১২ নভেম্বর) ১৩ ইউনিয়নে চেয়ারম্যান ৫ জন, সংরক্ষিত ১২৫ জন ও সাধারণ সদস্য ৪৬২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

আগামী ২৮ নভেম্বর রাঙ্গুনিয়ার ১৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ১৩ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৪৩৭। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ২৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৪ শত ১০ জন। ১১৮টি কেন্দ্রে ভোট নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন