ভারতের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের কাচ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করায় এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে আইন প্রয়োগকারী সংস্থা (সিআইএসএফ)। পরে ওই বাংলাদেশি যুবককে স্থানীয় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয় সময় শুক্রবার (১ জুলাই) দুপুরে বিমানে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসে বছর পঁচিশের বাংলাদেশি যুবক মোহাম্মদ আশরাফুল। কলকাতা থেকে তার ঢাকায় যাওয়ার কথা ছিল।
বিমানবন্দর কর্ত্পক্ষ জানায়, ইন্টারন্যাশনাল ট্রানজি লাউঞ্জে বসে থাকার সময় হঠাৎ করেই লাউঞ্জের কাচ ভেঙে বিমানবন্দরের বাইরে যাওয়ার চেষ্টা করেন তিনি।
বিমানবন্দরের সিএসএফ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে জানতে পারে, বাংলাদেশের নারায়ণগঞ্জে বাড়ি আশরাফুলের। কাজের সূত্রেই তিনি সিঙ্গাপুরে থাকেন। জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু অসংলগ্ন কথাবার্তা বলেন ওই যুবক।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন