রবিবার, ০৩ আগষ্ট ২০২৫

শিরোনাম

ট্রাম্পের শুল্ক আরোপে কতখানি ক্ষতির মুখে ভারত?

শনিবার, আগস্ট ২, ২০২৫

প্রিন্ট করুন

ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। আর এতেই বিপাকে পড়তে যাচ্ছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক ক্ষমতাধর দেশটি। এর সরাসরি প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতে। দেশটির জিডিপি কমতে পারে শূন্য দশমিক দুই শতাংশ পর্যন্ত।

ভারতের সরকারি সূত্রগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

একটি সূত্র ভারতীয় গণমাধ্যমটিকে বলছে, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের জেরে জিডিপি সর্বোচ্চ শূন্য দশমিক ২ শতাংশ কমতে পারে। তবে, এক ভারতীয় অর্থনীতিবিদ ব্লুমবার্গকে জানিয়েছেন, জিডিপি কমবে শূন্য দশমিক ৩ শতাংশ।

২০২৪-২৫ অর্থবছরে জিডিপির শূন্য দশমিক ২ শতাংশ কমা মানে ৩৩০ দশমিক ৬৮ লাখ রুপির ক্ষতি। জিডিপির এ ক্ষতি ম্যানেজেবল বলে জানিয়েছে ওই সূত্র।

সূত্রগুলো জোর দিয়ে বলছে, ভারতের ক্ষমতাসীন সরকার আমেরিকার কাছে নতি স্বীকার করবে না। মার্কিন চাপে পড়ে কৃষিজ ও দুগ্ধজাত পণ্য আমদানির অনুমতি দেবে না। এছাড়া গরুর মাংস কিংবা আমিষ পণ্যও আমদানির অনুমতি দেবে না, কারণ এগুলো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। সরকার জাতীয় স্বার্থ সুরক্ষা, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কল্যাণের জন্য বদ্ধ পরিকর।

এনডিটিভি বলছে, ভারতের সরকার কৃষকদের আলাদাভাবে মর্যাদা দেয়। এর জেরে তারা জিনগতভাবে পরিবর্তিত ফসল আমদানির অনুমতি দেবে না।

গত ৩০ জুলাই ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। ওই সময় বলা হয়, আগামী ১ আগস্ট থেকে ভারতের পণ্যে নতুন এ শুল্কনীতি কার্যকর হবে।

ভারতে মার্কিন কৃষকদের পণ্য ও দুগ্ধ পণ্য বিক্রি করতে চেয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে, এতে বাধ সাধে মোদি সরকার। এর জেরেই শুল্ক আরোপ করা হয়।

এনডিটিভি বলছে, ভারতের মোট জিডিপির ২০ শতাংশের কম আসে কৃষি সংশ্লিষ্ট খাতগুলো থেকে। দেশটির মোট জনসংখ্যার অর্ধেকই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি খাতের সঙ্গে জড়িত। এ খাতের সংশ্লিষ্টরা ভোটের বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো সরকারই এ খাত সংশ্লিষ্টদের নারাজ করবে না।

এর আগে ২০২১ সালে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার তিনটি ফার্ম আইন করে বেশ বিপাকে পড়েছিল। ওই সময় দেশজুড়ে রক্তক্ষয়ী বিক্ষোভ হয়। তবে, ভারতে মার্কিন কৃষিজ পণ্য প্রবেশে অতিরিক্ত শুল্ক ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে।

২৫ শতাংশ শুল্ক আরোপের কয়েখ ঘণ্টা আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ভারত আমাদের ভালো বন্ধু। তবে, তারা আমাদের পণ্যের ওপর অন্যান্য দেশের তুলনায় অধিক শুল্ক আরোপ করে রেখেছে। তারা এমনটি করতে পারে না।’

সবশেষ চার বছরে যুক্তরাষ্ট্র ভারতের প্রধান বাণিজ্যিক অংশীদার। ২০২৪-২৫ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের মূল্য ছিল ১৩২ বিলিয়ন মার্কিন ডলার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন