বুধবার, ০৬ আগষ্ট ২০২৫

শিরোনাম

বলসোনারোকে গৃহবন্দির নির্দেশ ব্রাজিলের সুপ্রিম কোর্টের

মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

প্রিন্ট করুন

আন্তর্জাতিক রাজনীতিতে ‘ব্রাজিলের ট্রাম্প’ নামে পরিচিত সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনেরোকে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

সোমবার ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দার ডি মোরেস ঘোষিত এক রায়ে দেওয়া হয়েছে এ নির্দেশ।গত নির্বাচনে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার চক্রান্ত করেছিলেন তিনি, এই অভিযোগে গৃহবন্দির নির্দেশ দেওয়া হয়েছে বলসোনারোকে।

২০২২ সালের নির্বাচনে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাকিও লুলা দা সিলভার কাছে পরাজিত হন বলসোনেরো। তার বিরুদ্ধে প্রধান অভিযোগ— ২০২২ সালের নির্বাচনের ফলাফল উল্টে দিতে সেনা অভ্যুত্থান ঘটানোর চক্রান্ত করেছিলেন তিনি।

নিজের প্রতিদ্বন্দ্বী লুলা দা সিলভাকে গুপ্তহত্যার পরিকল্পনার অভিযোগও রয়েছে বলসোনেরোর বিরুদ্ধে।

বলসোনেরো অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন, তবে ব্রাজিলের সুপ্রিম কোর্টে অভিযোগটি মামলা আকারে বিচারাধীন। এর আগে সুপ্রিম কোর্ট বলসোনেরোকে জামিন দিয়েছিলেন এবং শর্ত দিয়েছিলেন যে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য বা ভিডিও পোস্ট করতে পারবেন না। তার পাসপোর্টও জব্দ করেছিলেন আদালত।

কিন্তু সম্প্রতি বলসোনেরো সেই শর্ত ভঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওবার্তা পোস্ট করেছেন। মূলত এ কারণেই সোমবার তার জামিন বাতিল করে গৃহবন্দিত্বের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দার ডি মোরেস।

এদিকে ব্রাজিলের সর্বোচ্চ আদালতের এই রায়ের কঠোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে ব্রাজিলের সুপ্রিম কোর্টের এই নির্দেশের কড়া নিন্দা করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, এইভাবে ব্রাজিলে গণতন্ত্র নষ্ট করা হচ্ছে। বিরোধী কণ্ঠ অবদমনের চেষ্টা হচ্ছে। যুক্তরাষ্ট্র এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন