ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফিলিস্তিনি উপত্যকার উত্তরে অবস্থিত গাজা শহর দখলের প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা।
পরিকল্পনা অনুযায়ী, ইসরাইলি সেনাবাহিনীকে গাজা শহর দখলের প্রস্তুতি নিতে বলা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সংবাদ মাধ্যম অ্যাক্সিওস প্রথমে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। খবর আল-জাজিরার।
অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রাভিদ ইসরাইলি প্রধানমন্ত্রীর অফিসের বরাতে বলেন, ‘রাজনৈতিক-নিরাপত্তা মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর হামাসকে পরাজিত করার প্রস্তাব অনুমোদন করেছে। ইসরাইলি সেনাবাহিনী গাজা শহর দখল করার প্রস্তুতি নেবে, সঙ্গে লড়াইরত অঞ্চলের বাইরের বেসামরিক জনগোষ্ঠীর জন্য মানবিক সাহায্য নিশ্চিত করা হবে।’
এক সিনিয়র ইসরাইলি কর্মকর্তার বরাতে দিয়ে আল-জাজিরা জানিয়েছে, আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর শহরে থাকা হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালানো হবে।
ওয়াশিংটন থেকে আল-জাজিরার সাংবাদিক শিহাব রাটটানসি জানান, গাজা দখলের এই পদক্ষেপের ইঙ্গিত গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর পরিকল্পনাকে কার্যত সবুজ সংকেত দিয়েছেন।
এর আগের দিন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, ইসরাইল পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চায়। তবে তারা সেখানে সরকার গঠন করতে চায় না, বরং নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলে তা কোনো তৃতীয় পক্ষের হাতে তুলে দিতে চায়।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন