গেল মৌসুমে বার্সেলোনা স্বপ্নের মতো সময় কাটিয়েছে। লিগ আর কোপা দেল রের মেজর ডাবল জিতেছে, একটু এদিক ওদিক হলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও খেলতে পারত। শেষ কয়েক বছরের পারফর্ম্যান্স মাথায় রাখলে সব মিলিয়ে গেল মৌসুমটাকে বেশ সফলই বলা চলে দলটার।
এই সফলতার পেছনে বড় ভূমিকাই রেখেছিলেন ডিফেন্ডার ইনিগো মার্তিনেস। কোচ হানসি ফ্লিকের হাইলাইন ডিফেন্স কৌশল যে এভাবে কাজে লেগে গেছে, তার পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন তিনি। বার্সা রক্ষণের নেতা সেই ইনিগোকেই এবার নিয়ে যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর। তিনি খুব শিগগিরই সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিতে যাচ্ছেন। দুই পক্ষের মধ্যে চুক্তিও প্রায় হয়েই গেছে।
বাস্ক অঞ্চলের এই সেন্টার-ব্যাকের সঙ্গে বার্সেলোনার চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত। তবে বার্সা তাকে ফ্রি এজেন্ট হিসেবেই ছেড়ে দিতে রাজি। গত গ্রীষ্মে সৌদি প্রো লিগ থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন ইনিগো। কিন্তু সে সময় বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো তাকে থেকে যেতে রাজি করান।
আল নাসর এই গ্রীষ্মে ইতিমধ্যে জোয়াও ফেলিক্সকে দলে নিয়েছে। দলটার লক্ষ্য রোনালদোকে সাহায্য করা, যাতে তিনি সৌদি আরবে আসার পর প্রথম বড় শিরোপা জিততে পারেন। বৃহস্পতিবার রিও আভের বিপক্ষে প্রীতি ম্যাচে রোনালদো হ্যাটট্রিক করেছেন।
ইনিগো চলে গেলে বার্সেলোনা সরাসরি টাকা পাবে না। তবে তার বড় অঙ্কের বেতন সাশ্রয় হবে, যা দিয়ে নতুন খেলোয়াড় নিবন্ধন করা সম্ভব হবে। বার্সেলোনা এখনও বেশ হিমশিম খাচ্ছে তাদের অর্থনৈতিক পরিস্থিতির কারণে। বর্তমানে বার্সা এখনও লা লিগার ১-১ নিয়মে নাম লেখাতে পারেনি, যার ফলে আয়ের পুরো অর্থ খেলোয়াড়দের পেছনে ব্যয় করতে পারে না ক্লাবটা। তবে ইনিগোর বেতনের ৬০ শতাংশ ব্যবহার করে তারা অন্য খেলোয়াড় নিবন্ধন করতে পারবে।
লিগ শুরুর আগে মাত্র নয় দিন বাকি থাকতে বার্সা এখনও জোয়ান গার্সিয়া, ভইচেখ শচেসনি, মার্কাস রাশফোর্ড, জেরার্দ মার্তিন, মার্ক বার্নাল, রুনি বার্দগি, হেক্টর ফোর্ট ও ওরিয়ল রোমেউকে নিবন্ধন করতে পারেনি। এর মধ্যে শেষ দুজন কোচ হানসি ফ্লিকের পরিকল্পনায় নেই।
খেলাধুলার দিক থেকে ইনিগোর বিদায় বড় ক্ষতি। গত মৌসুমে তিনি তরুণ পাউ কুবারসির সঙ্গে রক্ষণে জুটি বেঁধে নিয়মিত খেলেছেন এবং লা লিগা ও কোপা দেল রে জিততে সাহায্য করেছেন। ২০২৩ সালের গ্রীষ্মে অ্যাথলেটিক বিলবাও ছাড়ার পর ফ্রি এজেন্ট হয়ে বার্সায় যোগ দিয়েছিলেন তিনি। প্রথম মৌসুমে চোটে ভুগলেও গত মৌসুমে ৪৬টি ম্যাচ খেলেছেন।
ফ্লিকের হাতে এখন সেন্টারব্যাক কুবারসি বাদেও রোনাল্ড আরাউহো আর এরিক গার্সিয়া আছেন। সঙ্গে ফিরবেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, যিনি গত মৌসুমের বেশিরভাগ সময় চোটে ছিলেন।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন