শনিবার, ০৯ আগষ্ট ২০২৫

শিরোনাম

ঝাড়খণ্ডে বোমা বিস্ফোরণে আহত সিআরপিএফের ২ সদস্য

শনিবার, আগস্ট ৯, ২০২৫

প্রিন্ট করুন

ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তের লাগোয়া ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় ফের মাথাচাড়া দিয়ে উঠল মাওবাদীরা। শুক্রবার (৮ আগস্ট) সকালে সারান্ডার জঙ্গলে যৌথবাহিনীর তল্লাশি অভিযানের মধ্যেই মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) দুই সদস্য। আহতদের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছে ঝাড়খণ্ড পুলিশ।

জানা গেছে, সিআরপিএফ ও ঝাড়খণ্ড পুলিশের বিশেষ মাওবাদী দমন বাহিনী ‘জাগুয়ার’ যৌথভাবে জারাইকেলার কাছে মানকি এলাকায় তল্লাশি চালাচ্ছিল। ওই সময় মাটির নিচে পাতা বিস্ফোরক ফেটে যায়। এতে দুজন আহন হন।

ঘটনাস্থলের অদূরে গত জুলাই মাসেই নিষিদ্ধ সিপিআইয়ের সশস্ত্র বাহিনী পিএলজিএর গোপন অস্ত্রভান্ডার উদ্ধার করেছিল বাহিনী।

পশ্চিম সিংভূমের এলাকাটি একসময় মাওবাদী মুক্তাঞ্চল বলে পরিচিত হলেও গত কয়েক মাস ধরে আবার সক্রিয় হয়ে উঠেছে নকশালরা। ঝাড়খণ্ড পুলিশের আইজি মনোজ কৌশিক জানিয়েছেন, অন্তত তিন শীর্ষ মাওবাদী নেতা— মিসির বেসরা, পতিরাম মাঝিঁ ও অসীম মণ্ডল, এ এলাকায় সক্রিয়।

পুলিশ বলছে, গত ছয় মাসে প্রায় ২০০ মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে, ১০ জন আত্মসমর্পণ করেছে এবং সংঘর্ষে প্রাণ হারিয়েছে ১৭ জন। বড়সড় সাফল্যের পাশাপাশি মাওবাদীদের পাল্টা আঘাতও অব্যাহত, যা প্রমাণ করছে সারান্ডা এখনও পুরোপুরি শান্ত হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন