চট্টগ্রাম: যাত্রীদের সাথে বাড়তি ভাড়া ও সেবা নিয়ে নানা কারণে প্রতিদিন পরিবহন সেক্টরে নৈরাজ্য চললেও তাদের নিজেদের ঘরেই চলছে অসন্তোষ, আর অনিয়মের অসুস্থ প্রতিযোগিতা। মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে চট্টগ্রাম কাপ্তাই বাস মালিক সমিতি। ২০২০ সালের মার্চ মাসে কমিটির মেয়াদ শেষ হলেও অদৃশ্য কারণে এখনো নতুন কমিটি গঠন হয়নি। আর এ মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে সদস্যদের রয়েছে নানা অভিযোগ। নানা অনিয়মের অভিযোগ উঠেছে কমিটির সাধারণ সম্পাদক মো. শওকত আলীর বিরুদ্ধেও।
চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে দেয়া অভিযোগ পত্রে জানা যায়, নানা অজুহাতে বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ হলেও তারা নির্বাচন দিচ্ছেন না এবং অবৈধ কমিটি নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
চট্টগ্রাম কাপ্তাই বাস মালিক সমিতির সদস্য সুজন বিশ্বাস বলেন, ‘গত ৮ অক্টোবর থেকে রাঙ্গুনিয়া সুপার সার্ভিস নামে চারটি গাড়ী চালু করেছিলাম। এ গাড়ীগুলোে চালু করার কথা ছিল বহদ্দারহাট থেকে, কিন্তু বহদ্দারহাট থেকে চালু না করে বর্তমানে টার্মিনাল থেকে চালু করতে হয়েছে। এতে আমার প্রায় দুই লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। শুধুমাত্র কমিটির গাফেলতির কারণে আমাকে এ সমস্যায় পড়তে হয়েছে।
সূত্রে জানায়, চট্টগ্রাম কাপ্তাই বাস মালিক সমিতির অধিকাংশ নেতারেই এ রুটে গাড়ী নেই। তবুও তারা মালিক সমিতির স্বঘোষিত নেতা।
কমিটির মেয়াদ প্রসঙ্গে সংগঠনের সভাপতি মোরশেদুল আলম কাদেরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘করোনার কারণে আমরা সময়মত নির্বাচন দিতে পারিনি। তাই আমাদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যায়। চেষ্টা করছি কিছু দিনের মধ্যে আমরা নির্বাচন দিব।’
অন্য দিকে, অবৈধ মেয়াদোত্তীর্ণ কমিটির বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মো. শওকত আলীর কাছে জানতে চাইলে তিনি কথা না বলে মোবাইল ফোনের লাইন কেটে দেন।
কমিটির মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া প্রসঙ্গে চট্টগ্রাম জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি ও মহাসচিবের কাছে লিখিত অভিযোগ পত্র ও সাধারণ সভা আহ্বানের জন্য চট্টগ্রাম কাপ্তাই বাস মালিক সমিতির কাছেও সদস্যদের স্বাক্ষরিত পত্র পাঠানো হয়।
গত ৩ নভেম্বর সমিতির সদস্য সুজন বিশ্বাস চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের কাছে চট্টগ্রাম কাপ্তাই বাস মালিক সমিতির কমিটির প্রতারণার প্রতারণার অভিযোগ দেন। জেলা প্রশাসক বিআরটিএ চট্টগ্রামের উপপরিচালককে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার জন্য নির্দেশনা দেন।
সমিতির একাধিক সদস্য অভিযোগ করে বলেন, ‘শুধুমাত্র কমিটির দুই-তিনজন নেতার নিজেদের লাভের জন্য নতুন কমিটি করছেন না এবং আমাদের সমস্যাগুলোকেও গুরুত্ব দিচ্ছেন না।’
বিষয়টির দ্রুত সমাধান না হওয়ার কারণে কমিটির সদস্যদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন