সিএন প্রতিবেদন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। খুব শিগগিরই তা জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কমিশনের কর্মকর্তারা।
বুধবার (২৭ আগস্ট) আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, “রোডম্যাপ কমিশন অনুমোদন দিয়েছে। কয়েক দিনের মধ্যেই তা প্রকাশ করা হবে।”
ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর দুই মাস আগে, অর্থাৎ ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষিত হতে পারে।
রোডম্যাপে ভোটের প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদ, কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোটকেন্দ্র নির্ধারণ, আইন সংস্কার, ভোট উপকরণ সংগ্রহ ও নির্বাচন-সংক্রান্ত ম্যানুয়্যাল তৈরির মতো বিষয় অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।
এরই মধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে কমিশন, যাতে নির্ধারিত সময়ে নির্বিঘ্নে ভোট আয়োজন করা যায়।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন