শনিবার, ৩০ আগষ্ট ২০২৫

শিরোনাম

বাংলাদেশ-পাকিস্তান ঘনিষ্ঠতায় ভারতের উদ্বেগ

বুধবার, আগস্ট ২৭, ২০২৫

প্রিন্ট করুন

শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নতুনভাবে ঘনিষ্ঠ হয়ে উঠছে বলে দাবি করেছে ভারতের প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফ। পত্রিকাটির মতে, এই সম্পর্ক কেবল কূটনৈতিক সৌজন্যে সীমাবদ্ধ নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারতের জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে।

সম্পাদকীয়তে উল্লেখ করা হয়, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সম্প্রতি ঢাকা সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বাণিজ্য সম্প্রসারণ, কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়েছে।

তবে ভারতের জন্য সবচেয়ে উদ্বেগজনক দিক হলো দারের বিএনপি, জামায়াতে ইসলামী এবং ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক। সম্পাদকীয়তে বলা হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচন সামনে রেখে পাকিস্তান প্রকাশ্যে বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করছে, যা নয়াদিল্লির কাছে নিরাপত্তাজনিত ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে।

দ্য টেলিগ্রাফ আরও বলছে, শেখ হাসিনার পতনের অন্যতম কারণ ছিল তার ভারতের প্রতি অতিরিক্ত ঘনিষ্ঠতা। দীর্ঘ ১৫ বছরের শাসনামলে সেই ঘনিষ্ঠতা জনমনে ভারতবিরোধী মনোভাব বাড়িয়ে তুলেছিল। এখন পাকিস্তান সেই সুযোগকে কাজে লাগিয়ে ঢাকার সঙ্গে সম্পর্ক দৃঢ় করছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন