সিএন প্রতিবেদন: সেন্ট্রাল ফ্লোরিডার প্রথম স্পোর্টস ক্লাবের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) স্থানীয় ওকরিচ হাইস্কুল অডিটোরিয়ামে বিপুলসংখ্যক ক্রীড়ামোদীর উপস্থিতিতে ক্লাবের অভিষেক হয়।
সন্ধ্যা ৮টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভাপতির বক্তব্যে শফিক চৌধুরী বলেন, “২০০৪ সাল থেকে এখানে বিচ্ছিন্নভাবে খেলাধুলার চর্চা হয়ে আসছে। স্বয়ংসম্পূর্ণ একটি স্পোর্টস ক্লাবের দাবির প্রেক্ষিতেই আজকের এই যাত্রা।”
সাধারণ সম্পাদক বাহার হোসেন বলেন, “আমরা একটি শক্তিশালী স্পোর্টস কমিউনিটি গড়ে তুলতে চাই। সবার সহযোগিতা আমাদের প্রেরণা।”
শুভেচ্ছা বক্তব্যে মিডিয়া সেক্রেটারি জুয়েল সাদত বলেন, “আজ আমাদের শহরের জন্য একটি আনন্দের দিন। খেলাধুলাকে কেন্দ্র করে আমরা সবাই এক ছাতার নিচে আসতে পেরেছি।”
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চারটি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়। ভলিবল, ব্যাডমিন্টন, ফুটবল ও ক্রিকেট সেক্রেটারিরা নিজ নিজ টুর্নামেন্টের বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন।
ক্রিকেট সেক্রেটারি সাইফুল হক সরকার বলেন, “এই কমিউনিটিতে সবাইকে নিয়ে আমরা খেলাধুলার চর্চা অব্যাহত রাখব।”
স্পোর্টস সেক্রেটারি মিজানুর রহমান বাচ্চু ও কোচ লি–কে বিশেষ সম্মাননা জানানো হয়। পাশাপাশি রেজা উদ্দিন মাসুম, মহসিন মিয়া ও ইমরান হোসেনকে অনারেবল মেন্টর হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
তৃতীয় পর্বে নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান আমিন হক। শফিক চৌধুরী সভাপতি এবং বাহার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন।
অনুষ্ঠানের চতুর্থ পর্বে ছিল গ্রুপ ছবি তোলা, ডিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। উপদেষ্টা পরিষদের সদস্যরা এ সময় আনুষ্ঠানিকভাবে পরিচিত হন। রাত ১০টায় সংগীত পরিবেশন করেন ত্রিনিয়া হাসান, যিনি দেড় ঘণ্টা ধরে জনপ্রিয় গান পরিবেশন করেন।
অভিষেক অনুষ্ঠানে জার্সি ডোনেশন করেন বাহার হোসেন এবং টাইটেল স্পনসর হিসেবে সহযোগিতা করে দাদা ইন্ডিয়ান কুইজিন। কোচ লি সভাপতি শফিক চৌধুরী ও সাধারণ সম্পাদক বাহার হোসেনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন। চারটি টুর্নামেন্টের আম্পায়ার, রেফারি ও সহযোগীদেরও ক্রেস্ট দেওয়া হয়। রাত সাড়ে ১১টায় এ বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন