সিএন প্রতিবেদন: কম্পিউটার, ল্যাপটপ কিংবা মোবাইল ফোন—প্রতিটি ইলেকট্রনিক যন্ত্রের জন্য চার্জার অপরিহার্য। চার্জার ছাড়া এসব যন্ত্র একেবারেই অকেজো।
কিন্তু খেয়াল করলে দেখা যায়, চার্জারের রং সাধারণত সাদা বা কালো। প্রশ্ন জাগে—অন্য কোনো রঙে চার্জার তৈরি হয় না কেন?
তাপ শোষণের বিষয়
প্রতিটি রঙেরই তাপ শোষণের ক্ষমতা আলাদা। এর মধ্যে কালো রঙ তুলনামূলক বেশি তাপ শোষণ করে। চার্জারের ভেতর দিয়ে বিদ্যুৎ চলাচলের সময় সেটি গরম হয়ে ওঠে। কালো রঙের আবরণে এ তাপ নিয়ন্ত্রণে থাকে এবং যন্ত্র নষ্ট হওয়ার আশঙ্কা কমে যায়।
অন্যদিকে, সাদা রঙ তুলনামূলকভাবে কম তাপ শোষণ করে। তাই সাম্প্রতিক সময়ে ভিভো, অপো, রিয়েলমি, ওয়ানপ্লাসের মতো ব্র্যান্ড এবং অ্যাপল নিয়মিত সাদা চার্জার বাজারে আনছে।

খরচের দিকও আছে
কালো চার্জার তৈরি তুলনামূলকভাবে সস্তা। এর কাঁচামালের খরচ অন্যান্য রঙের তুলনায় কম। এ কারণেও প্রযুক্তি কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে কালো চার্জারই বেশি উৎপাদন করে আসছে।
ব্যতিক্রম কোথায়
কেউ হয়তো ওয়ানপ্লাসের লাল কেবলের উদাহরণ দেবেন। কিন্তু চার্জারটি সাদা রঙেরই।
শেষকথা
চার্জারের রঙ বাছাইয়ের পেছনে রয়েছে বিজ্ঞান ও অর্থনীতির হিসাব। ফলে চার্জার মানেই সাদা বা কালো রঙ।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন