নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে। শুক্রবার নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইসি জানান, কমিশনের প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। “জীবনের ঝুঁকি থাকলেও ভোটে ফাঁকিবাজি বা ধোঁকাবাজি সহ্য করা হবে না। কমিশন ও মাঠপর্যায়ের সবাইকে দায়িত্বের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।”
তিনি উল্লেখ করেন, কমিশনের প্রাতিষ্ঠানিক স্মৃতি দুর্বল হওয়ার কারণে অনেক ক্ষেত্রে হোঁচট খাচ্ছে। কর্মকর্তাদের সততা, গোপনীয়তা ও দায়িত্বশীলতার মাধ্যমে কমিশনের মর্যাদা অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। এছাড়া প্রিজাইডিং অফিসারদের শক্তিশালী ও দক্ষ করে তোলা নির্বাচনকে সুষ্ঠু করার মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন।
ইসি আরও বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের সম্ভাব্য সমস্যার তালিকা তৈরি করে সমাধানের পথ নির্ধারণ করতে হবে। “যদি একজন প্রিজাইডিং অফিসার সাহসী ও সৎভাবে দায়িত্ব পালন করেন, তাহলে ভোটকেন্দ্র সুষ্ঠুভাবে পরিচালনা সম্ভব।”
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন