সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের সংস্কার আনার পরিকল্পনা ঘোষণা করেছে হোয়াইট হাউস। প্রধানত গ্রিন কার্ড ও এইচ-১বি ভিসা ব্যবস্থাতেই এই পরিবর্তন কার্যকর হবে।
মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছেন, বর্তমান প্রক্রিয়ায় তুলনামূলকভাবে কম আয়ের অভিবাসীরাই বেশি সুযোগ পাচ্ছেন। তার যুক্তি, একজন মার্কিন নাগরিকের গড় বার্ষিক আয় ৭৫ হাজার ডলার, অথচ গ্রিন কার্ডধারীদের গড় আয় মাত্র ৬৬ হাজার ডলার। তিনি প্রশ্ন তুলেছেন, কম আয়ের মানুষ কেন বেশি সুযোগ পাবেন এবং যোগ্য ও দক্ষ আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া উচিত।
লুটনিক জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গ্রিন কার্ড ব্যবস্থা ‘মেরিট-ভিত্তিক’ করতে চায়। অর্থাৎ, পারিবারিক সম্পর্ক বা লটারি নয়; উচ্চ দক্ষতা ও আয়ের ভিত্তিতেই আবেদনকারীরা প্রাধান্য পাবেন। তিনি ‘গোল্ড কার্ড’ নামের একটি নতুন পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন। এই ব্যবস্থায় কেউ যুক্তরাষ্ট্রে অন্তত ৫০ লাখ ডলার বিনিয়োগ করলে সরাসরি স্থায়ী আবাসিক মর্যাদা পাবেন।
এইচ-১বি ভিসাতেও সংস্কার আনা হবে। বর্তমানে এটি লটারির মাধ্যমে দেওয়া হয়, তবে নতুন প্রস্তাব অনুযায়ী আয়ের ভিত্তিতে ধাপে ধাপে বাছাই করার কথা ভাবা হচ্ছে। ফলে উচ্চ বেতনের আবেদনকারীরা প্রথম সুযোগ পাবেন।
যদিও এই পরিবর্তনের বিস্তারিত কয়েক মাসের মধ্যে প্রকাশ করা হবে, সমালোচকরা বলছেন, এ পদক্ষেপে মধ্য ও নিম্ন আয়ের অভিবাসীদের সুযোগ কমে যেতে পারে। বাইডেন প্রশাসনের সাবেক কর্মকর্তা ডাগ র্যান্ড মন্তব্য করেছেন, লুটনিক হয়তো এইচ-১বি (অস্থায়ী ভিসা) ও গ্রিন কার্ড (স্থায়ী আবাসিক মর্যাদা)-এর পার্থক্য পুরোপুরি বোঝেননি।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন