ম্যারিল্যান্ড: প্রবাসীদের নিয়ে প্রথম বার মিলন মেলা করেছে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন ইনক ইউএসএ। ‘বাংলাদেশ উৎসব ২০২১’ শীর্ষক এ মিলন মেলা রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ম্যারিল্যান্ডের হোটেল রকভিল রেডিসনে অনুষ্ঠিত হয়। প্রথম বার উৎসব করে ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন ইনক ইউএসএ। সাংবাদিক ও সংস্কৃতি কর্মীসহ ম্যারিল্যান্ড, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, নিউইয়র্কের লোকজন এতে অংশ নেন। এমন উৎসব দেখে অভিভূত হন প্রবাসীরা। উৎসবে শিশুদের জন্য ছিল ফ্রি খেলনার ব্যবস্থা।
সরওয়ার মিয়ার কোরআন থেকে তেলায়াতের মাধ্যমে শুরু হয় উৎসব। উপস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান চৌধুরী ও স্বনামধন্য উপস্থাপিকা মৌহসেনা রিমি। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের পর সূচনা বক্তব্য দেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর কবির বাবলু। তিনি বলেন, ‘নতুন উদ্যোমে কাজ করবে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন ইনক ইউএসএ। শিগগির আমরা আরো একটি অনুষ্ঠান করব।’
উৎসবে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কবিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ি ও বিসমিল্লাহ গ্রুপের চেয়ারম্যান মোঃ কাজল। উপস্থিত ছিলেন উপদেষ্টা লস্কর আহমেদ, হুমায়ুন কবির বাবু, নুরুল ইসলাম পুলক, ট্রেজারার মুতালিব মামুন, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সারোয়ার মিয়া, প্রেস সেক্রেটারি ফিরোজ খালেক খান প্রমুখ।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন তাসনিয়া দিয়া ও ওয়াজিয়া ইশরাত এমা। গান গেয়ে শোনান নন্দিত কণ্ঠশিল্পী অনিক, কবির রোজী, শম্পা জামান, সানজী মুখার্জি, জিহান কবির, ত্রিনিয়া হাসান, মরিয়ম মারিয়া, চন্দন চৌধুরী, রাজীব ভট্টাচার্য, সরোয়ার মিয়া, কায়সার।
উৎসবের অনলাইন মিডিয়া পার্টনার ছিল ‘আনন্দ বিনোদন’ ও ‘সঠিক নিউজ’। অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল ৫২। সবার জন্য উন্মুক্ত উন্মুক্ত ছিল এ উৎসব।বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাসান চৌধুরী বলেন, ম্যারিল্যান্ডে বিগত ২০ বছর পর বাঙ্গালীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সবার উপস্থিতি আমাদের অভিভূত করেছে। আজকের এই সফল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগমীতে আরো ভাল অনুষ্ঠান উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়া উৎসবে বিশেষ আকর্ষন ছিল বাংলাদেশ মেলা। এই মেলায় বাংলাদেশী ক্লথ, জুয়েলারি, মুখ রোচক খাবার সহ হরেক রকমের স্টল বসে। বিপুল পরিমান লোকজন এ মেলা পরিদর্শন করেন।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন