মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

পাঠ্যবইয়ে পূর্ণাঙ্গ অধ্যায় আকারে আসছে ‘জুলাই অভ্যুত্থান’

বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫

প্রিন্ট করুন
বছর ঘুরে ফিরে এলো সেই রক্তাক্ত জুলাই

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সামনে আরও বিস্তৃতভাবে উপস্থাপিত হতে যাচ্ছে ২০২৪ সালের ‘জুলাই অভ্যুত্থান’। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যবইয়ে বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে পূর্ণাঙ্গ অধ্যায় আকারে।

আগের বছর অষ্টম থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে সীমিত পরিসরে গল্প বা প্রবন্ধ আকারে স্থান পাওয়া আন্দোলন এবার থাকবে পূর্ণাঙ্গ রূপে। ষষ্ঠ-অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে আন্দোলনের প্রেক্ষাপট ও তাৎপর্য প্রাথমিকভাবে তুলে ধরা হবে। নবম-দশম শ্রেণিতে যুক্ত হবে ‘স্বাধীন বাংলাদেশে গণঅভ্যুত্থান’ নামে একটি অধ্যায়, যেখানে আন্দোলনের পটভূমি, সহিংসতার দিনগুলো, নিহতদের স্মৃতি এবং রাজনৈতিক পরিণতির বিস্তারিত বিবরণ পাওয়া যাবে।

একাদশ ও দ্বাদশ শ্রেণির বইয়ে যুক্ত হবে বিশ্লেষণধর্মী পাঠ। উচ্চমাধ্যমিকের সাহিত্যপাঠ বইয়ে থাকবে প্রবন্ধ আকারে মানবিক ও সামাজিক প্রেক্ষাপটের বিশ্লেষণ। পাশাপাশি English for Today বইয়েও যুক্ত হবে সমকালীন প্রবন্ধ হিসেবে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক রিয়াজুল ইসলাম বলেন, “মুক্তিযুদ্ধ যেমন বাংলাদেশের গতিপথ বদলে দিয়েছিল, তেমনি জুলাই গণঅভ্যুত্থানও নতুন প্রজন্মের কাছে হবে সাহস ও গণতান্ত্রিক মূল্যবোধের অনুপ্রেরণা।”

জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসি) জানায়, জুলাই অভ্যুত্থানের পাশাপাশি স্বাধীনতা-উত্তর অন্যান্য গণঅভ্যুত্থান যেমন ১৯৯০ সালের আন্দোলনও পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে। শিক্ষার্থীদের বয়স ও মানসিক পরিপক্বতা অনুযায়ী প্রতিটি শ্রেণির বইয়ে আলাদা আঙ্গিকে সাজানো হবে পাঠ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন