মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকার কোনো বাধা সৃষ্টি করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তার মতে—দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণ তারেক রহমানের ব্যক্তিগত সিদ্ধান্ত, তবে প্রয়োজনে সরকার নথিপত্র সংক্রান্ত সহযোগিতা দিতে প্রস্তুত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “তারেক রহমান দেশে ফিরতে চাইলে প্রয়োজনীয় পাসপোর্ট বা ভ্রমণ সংক্রান্ত ডকুমেন্ট আমরা সরবরাহ করব। তবে তিনি এখনো পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা, তা আমার জানা নেই।”

সরকার নিজ উদ্যোগে কোনো পদক্ষেপ নেবে কিনা—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকে বাড়তি কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজন নেই। তিনি যখন ইচ্ছা প্রকাশ করবেন, তখনই সহায়তা দেওয়া হবে।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানো প্রসঙ্গে ভারতের সঙ্গে সর্বশেষ যোগাযোগের বিষয়েও প্রশ্ন করা হয়। জবাবে মো. তৌহিদ হোসেন জানান, এর পর আর কোনো চিঠি দেওয়া হয়নি। তবে ভবিষ্যতে পদক্ষেপ নেওয়া হলে গণমাধ্যমকে অবহিত করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন